দুইশতাধিক নারী উদ্যোক্তাদের নিয়ে ফেসবুক ভিত্তিক অনলাইন প্লাটফর্ম ওমেন এন্ড ই-কমার্স গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উই গ্রুপের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ও উইমেন এন্ড ই-কমার্স ফোরামের উপদেষ্টা কবির সাকিব।
দিনব্যাপী এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ শওকত ওসমান, উপ-পরিচালক স্থানীয় সরকার কুমিল্লা ও মোঃ সোহান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কুমিল্লা।
উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, করোনা লকডাউনে আমাদের উদ্যোক্তারা ব্যাপক সফলতা পেয়েছে। লকডাউন শেষ হলেও উদ্যোক্তাদের উদ্যোগ জীবন যেন থেমে না যায়, উদ্যোগ জীবনকে সামনে এগিয়ে নিতেই এই আয়োজন।
কুমিল্লায় উই এর এন্টারপ্রিনিয়ারস মিট-আপ ২০২১ নামক এ সম্মেলনে নারীরা তাদের আত্মনির্ভরশীল হওয়ার গল্প শোনান। সম্মেলনে বাংলাদেশী পণ্য নিয়ে কাজ করা নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হবার উপর জোর দেয়া হয় ।
অনুষ্ঠানে করোনাকালীন সময়ে ই কমার্সে ব্যবসা করে সফল এমন ১০০ জন লাখপতি ও ৪ জন মিলিয়নিয়ার নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়। জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা ও আশপাশের জেলা থেকে প্রায় দুইশত নারী উদ্যোক্তা এই সম্মেলনে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে দেশি পণ্যের প্রদর্শনীসহ দেশীয় পোশাকের র্যাম্প শো অনুষ্ঠিত হয় । নিজেদের ডিজাইনের দেশীয় নকশা করা পোশাক গায়ে জড়িয়ে র্যাম্পে হাঁটেন নারী ও পুরুষ উদ্যোক্তারা।