শখকে পেশা হিসেবে নিয়ে সফল নারী উদ্যোক্তা মিতাশা । মিতাশার অনলাইন ব্যবসার যাত্রা শুরু হয় ২০১৪ সাল থেকে। ইডেন মহিলা কলেজের সাইকোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। ফ্যাশন হাউস ও হিজাব নিয়ে কাজ করছেন। এ ছাড়াও তার আরেকটি উদ্যোগের নাম ‘ফ্রেশ অ্যান্ড হেলদি’।
শুধুমাত্র শখের বশেই উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হয়েছিল। শুরুটা করেছিলাম মাত্র ৩০০ টাকা দিয়ে, রং-বেরঙের ফিতা কিনে নিজে হিজাব পিন বানিয়ে বিক্রি করতেন তিনি। তার উদ্যোক্তা জীবনের শুরুটা হয়েছিল হিজাব পিন বিক্রি করে।
মিতাশা জানান, তার জন্ম কুমিল্লায়। তাই নিজ জেলার বিখ্যাত রসমালাই দিয়ে কাজ শুরু করেন। তারপর আস্তে আস্তে বগুড়ার দই, সিরাজগঞ্জের ঘি, সুন্দরবনের মধু, ঘানি ভাঙা সরিষার তেল নিয়ে কাজ করেন। তার সাথে হাতে বানানো বালুসাই মিষ্টি তার সিগনেচার আইটেম।
তিনি বলেন, উই এর মাধ্যেমে আমার খাবারের বিজনেস শুরু করি এবং রাজিব স্যার এর পরামর্শ মত রসমালাই বিক্রি করা শুরু করি। উই এর মত প্লাটফর্ম ছিল বলেই এই কাজ টা শুরু করার সাহস পায়।
তিনি আরও বলেন, উইয়ের মাধ্যমে শুধুমাত্র সময় বিনিয়োগ করে , নিজের পরিচিতি,পণ্য পরিচিতি করে মাত্র কিছু দিনের মধ্যে তিনি কুমিল্লা জেলার বিখ্যাত রসমালাই বিক্র করেছেন লক্ষ টাকা উপরে । করোনাকালীন সময় শুধুমাত্র উই এর কারণে গত ৬ মাসে প্রায় ৫ লক্ষাধিক টাকার পণ্য বিক্রি করতে পেরেছি শুধুমাত্র উই প্ল্যাটফর্মটির মাধ্যমে।
বর্তমানে মিতাশার বসুন্ধরা আবাসিক এলাকায় মেইন রোডে (হাউজ-ক ১১/২) তার একটি শো-রুম রয়েছে। যেখানে তিনি দেশীয় শাড়ি, হিজাব, জামা নিয়ে কাজ করেন।