দেশি পণ্য নিয়ে ই-কমার্সে কাজ করেন তাদের জন্য উই গ্রুপ দুর্গ হয়েছে। দেশি পণ্য কেনার জন্য অনলাইনে উই গ্রুপ সব থেকে ভালো জায়গা। সম্প্রতি দেশীয় পোশাকের ব্যাপক প্রচারণা ব্যাপকভাবে শুরু হয়েছে উই গ্রুপ কারণে।
অনলাইনে দেশীয় পণ্যের কেনাকাটা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা আমেরিকা থেকে জানান শারমিন আরা। তিনি কেনাকাটা করেন মূলত দেশে আত্বীয়স্বজনদের এবং অসহায় মানুষ ও এতিম পথশিশুদের জন্য । তবে নিজের জন্যেও কিছু পণ্য নিয়েছেন। এর মধ্যে রয়েছে শাড়ি, বিছানার চাদর, হাতে বানানো গয়না, মনিপুরী ওড়না, টি শার্ট । সৌন্দর্য এবং কোয়ালিটির দিক থেকে সবগুলো পণ্যই ছিল অসাধারণ।
তিনি বলেন, সত্যি কথা বলতে আমার দেশীয় পণ্যের প্রতি আগ্রহের পেছনে মূল কারন ‘উই’। আমার কাছে আগে দেশীয় পণ্য মানেই ছিল অনেকাংশেই ভেজালে ভরপুর ,এবং কোয়ালিটি খারাপ পণ্য।উই তে দেখলাম শুধুমাত্র দেশীয় পণ্যেকেই হাইলাইট করার পাশাপাশি কোয়ালিটির উপরও বেশ জোড় দেয়া হয়েছে । আমাদের দেশীয় পণ্যগুলো যে এতো সুন্দর হতে পারে উই তে বিভিন্ন উচ্চ মানের পণ্যের সমাহার না দেখলে বিশ্বাসই করতাম না। অনলাইন কেনাকাটায় ‘উই’ যেভাবে মানসম্পন্ন দেশীয় পণ্য কেনাকাটার সুযোগ করে দিয়েছে তা দেখে আমার অন লাইনে কেনাকাটার আগ্রহ আরো বৃদ্ধি পেয়েছে ।
তিনি জানান , অনলাইনে উই তে তার কেনাকাটার ৮ মাস চলছে ।’উই’এর অনেক পণ্যই এখন তার টপলিস্টে আছে। এরমধ্যে শাল ছিলো টপ লিস্টের একটি ।উই থেকে তিনি ১৫ দিনে ২৭ টি শাল কিনেছেন । যা ছিলো শ্রদ্ধেয় রাজিব স্যারের শালের ওয়েভের কল্যাণে। এছাড়া শাড়ি, বেড শীট, শীতল পাটি, বেতের সামগ্রী, হোমমেড ফুড ইত্যাদি পণ্য ছিলো কেনাকাটার টপ লিস্টে ।
শারমিন জানান, দেশীয় পণ্যের প্রতি ভালোবাসা থেকে কেনাকাটা শুরু করি । দেশীয় পণ্যের মান এখন আন্তর্জাতিক পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশের তৈরি পোষাক পৃথিবীর অনেক নামি দামি ব্রান্ড ক্রয় করে তাদের নামে বাজারজাতকরণ করছে। আমেরিকার অনেক বড় বড় ব্র্যান্ড শপে পণ্যের গায়ে Made in Bangladesh লিখা দেখি । তখন গর্বে বুকটা ভরে যায় । দেশীয় উদ্যাক্তারা পণ্যের গুণগত মান অক্ষুন্ন রাখার আপ্রাণ চেস্টা করছেন ।ফলে ফেসবুক ভিত্তিক এসব উদ্যাক্তাদের পণ্যের উপর ভরসা করা যায় নিশ্চিন্তে ।
তিনি বলেন, এখন পর্যন্ত দেশীয় উদ্যাক্তাদের থেকে কেনাকাটা করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। বরং যা ঘটেছে তা আমার কেনাকাটার আগ্রহকেই বাড়িয়েছে । যেমন আমি অনেক উদ্যোক্তার কাছ থেকেই নির্দিষ্ট পণ্যের পাশাপাশি উপহার সামগ্রী পেয়েছি । ফলে প্রবাসে থেকেও তাদের অনেকের সাথে একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়েছে । পরিবারের যাদের উপহার দিয়েছি তারা প্রথমত একটু অবাক হয়েছে । আমেরিকা থেকে অনলাইনে কেনাকাটা করে দেশীয় পণ্য পাঠানো অনেকের পূর্ব ধারণার বাইরে এক বিস্ময়কর ব্যাপার। তাদের অনেকেরই ধারণা ছিলো অনলাইনে কেনাকাটায় ঠকতে হয় । মানসন্মত জিনিস পাওয়া যায় না । কিন্তু বিদেশে বসে দেশীয় পণ্যের সমাহার থেকে কেনা আমার উপহার সামগ্রী পেয়ে অনলাইন কেনাকাটা সম্পর্কে তাদের ধারণাই বদলে গেছে ।