আমরা বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ের কথা প্রায়ই শুনে থাকি। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং বা নিজের ব্র্যান্ডিংয়ের কথা আমরা অনেকেই ভাবি না। একবারও ভেবে দেখেছেন কি, বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের ভালো দিকগুলোর কথা যখন আমরা বিভিন্ন মাধ্যমে শুনি, তখনই কিন্তু আমরা পণ্যটি কিনি বা ওই প্রতিষ্ঠানের কোনো সেবা গ্রহণ করে থাকি। যদি আপনার ভালো দিকগুলো অন্যদের জানানো যায়, তাহলে অন্যদের কাছেও আপনার গ্রহণযোগ্যতা বা ব্র্যান্ডমূল্য অনেকটা বেড়ে যাবে।
পার্সনাল ব্রান্ডিং করে একদিনে চার লাখ টাকার বিক্রি করেছেন ঢাকার টঙ্গীর ‘পাঁচমিশালি’ নামে অনলাইন শপের মালিক তরুন উদ্যোক্তা তানিয়া ইসলাম ত্রিনা । তিনি বলেন, পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি তা আমার অজানা ছিলো সেই অজানাকে জেনেছি উই এবং ডিএসবিতে এসে। পার্সোনাল ব্র্যান্ডিং করে এখন যেমন নিজেকে সবার কাছে পরিচিত করতে পেরেছি তেমন আমার বিক্রি বেড়েছে অনেক গুন ।
তিনি বলেন, রাজিব আহমেদ স্যারের দিকনির্দেশনা মত বিক্রির চিন্তায় মগ্ন না থেকে নিজেকে পরিচিত করার জন্য কাজ করে গেছি । নিজের কাজের সাথে নিজের ছবি জুড়ে দিতাম এবং সুন্দর করে সাজিয়ে লিখতাম সব কিছু এতে করে সবাই আমাকে চিনেছে এবং জেনেছে ।
তিনি আরও বলেন, নিজেকে সবার সঙ্গে ভালোভাবে যুক্ত রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করছি। আমার যেসকল বিষয়ে দক্ষতা ও আগ্রহ আছে, এমন দুই-তিনটি বিষয়বস্তু নির্বাচন করে বৈচিত্র্যময় পোস্ট করে চলেছি।
তানিয়া বলে, কাকলী আপুকে আমরা সবাই জানি এবং চিনি তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারনে । এখন তাকে সবাই জামদানীর রানি হিসেবে চিনে ।