গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
গতকাল ২৯শে ফেব্রুয়ারি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাকর হয়েছে। উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কাজী মাহবুবুল আলম জেলা, প্রশাসক, গোপালগঞ্জ ও কাকলী তালুকদার, প্রেসিডেন্ট, ইডিসি।
গোপালগঞ্জের জিআই পণ্য প্রসারের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইডিসি। জিআই পণ্য ও জেলা ব্র্যান্ডিং বৃদ্ধি সহ ডকুমেন্টেশন, সেমিনার ও প্রচারণা বাড়াতে কাজ করতে চান একসাথে। জেলা প্রশাসন গোপালগঞ্জের পক্ষে স্বাক্ষী ছিলেন শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং ইডিসির পক্ষে কোষাধ্যক্ষ উম্মে সাহেরা এনিকা। স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, গোপালগঞ্জ, শেখ শামসুল আরেফিন অতিরিক্ত জেলা প্রশাসক, গোপালগঞ্জ, পলাশ চন্দ্র শীল প্রতাপ
পরিচালক ( যোগাযোগ), ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার ( ইডিসি) এবং ইডিসি’র সদস্য কাজী মেহের জাবীন প্রমুখ।
উল্লেখ্য, ইতিমধ্যে গোপালগঞ্জের রসগোল্লার জিআই স্বীকৃতি অর্জনে একসাথে কাজ করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)। এই সাফল্যের ধারাবাহিকতার অংশ হিসেবে পুনরায় একসাথে কাজ করার সম্মত হয়েছে উভয় প্রতিষ্ঠান।