প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পাঠ্যসূচিতে ভিডিও গেম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যে একটি স্কুল।
দেশটির উত্তর লন্ডনে অবস্থিত রিচার্ড ক্লাউডসলি নামের ওই স্কুলে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের লেখাপড়া করানো হয়। আর তাদের জন্যই এই সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্কুল কর্তৃপক্ষ বলছেন, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করার জন্যই পাঠ্যসূচিতে ভিডিও গেম যুক্ত করা হচ্ছে। তারা যেন গেম খেলার মাধ্যমে পারিপাশ্বিক অবস্থা বুঝতে পারে সেটাও এর একটা দিক।
শিক্ষার্থীরা যাতে অন্যদের সঙ্গে এমন গেম খেলার মাধ্যমে সহজেই যোগাযোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখবে স্কুল কর্তৃপক্ষ।
জ্যাক নামের এক শিক্ষার্থী বলছিলেন, তিনি এমন গেম খেলতে পেরে ভীষণ খুশি। সে তার বন্ধুদের সঙ্গে মিলে ক্লাসে গেম খেলে।
স্কুলের এক শিক্ষক বলেন, তারা এর মাধ্যমে ভবিষ্যতে এমন বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে আরও মনযোগী হবে। একই সঙ্গে গেম তৈরির মতো বিষয়ও তাদের দিয়ে করানো সম্ভব হবে বলেও মনে করেন তিনি।