বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে প্রতি বছর ৩০ কোটি মার্কিন ডলারের বেশি খরচ করবে হুয়াওয়ে, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানের এক জেষ্ঠ্য নির্বাহী কর্মকর্তা।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়লেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগের ঘোষণা দিল চীনা এই টেলিকম জায়ান্ট। মঙ্গলবার চীনের দক্ষিণপশ্চিমের শহর চেংডুতে হুয়াওয়ের এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইনস্টিটিউট অফ স্ট্রাটেজিক রিসার্চের প্রেসিডেন্ট উইলিয়াম শু; খবর বার্তাসংস্থা রয়টার্সের।
মে মাস থেকেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার সঙ্গে লড়াই করছে হুয়াওয়ে। নিষেধাজ্ঞা পুরো বাস্তবায়িত হলে মার্কিন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন বন্ধ হতে পারে প্রতিষ্ঠানটির।
চলতি বছরের শুরুতেই হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। মার্কিন কর্তৃপক্ষ বেআইনী তহবিল নিয়ে তদন্ত শুরু করার পর চুক্তি বাতিল করে এমআইটি। আগের বছরই হুয়াওয়ের কাছ থেকে তহবিল নেওয়া বন্ধ করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি।
তবে, হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যাটি খুবই কম বলেই মত শু-এর।
এখনও যেসব প্রতিষ্ঠানে হুয়াওয়েকে স্বাগত জানাচ্ছে সেগুলোর জন্য অর্থ বরাদ্দ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
শু বলেন, “এখন থেকে এই অর্থের পরিমাণ (বছরে ৩০ কোটি ডলার) শুধু বাড়বেই, কমবে না।”