আমার উদ্ভাবন, আমার স্বপ্ন- এই স্লোগানকে সামনে রেখে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প বা ‘আইডিয়া প্রকল্প’ এর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। দেশের অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখতে যাদের উদ্ভাবনী পরিকল্পনা আছে এমন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের উদ্যোগগুলোর সঠিক বাস্তবায়নের জন্য ফান্ডিং করাই হলো এই আয়োজনের মূল লক্ষ্য।
গত ১৫ সেপ্টেম্বর, ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার টু’ এর উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের সকল শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ জানান। সারাদেশের শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সারাদেশের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২৫টি ভেন্যুতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা থেকে ৭৫টি প্রকল্প বাছাই করা হবে। পরবর্তীতে নির্বাচিত স্টার্টআপদের ৩ দিনের ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’- এ ‘আইডিয়া’ প্রকল্পের বাছাই কমিটি এবং অভিজ্ঞ বিচারকগণের মাধ্যমে নির্বাচন করা হবে জাতীয় পর্যায়ে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা বা স্টার্টআপ। বিজয়ী ১০টি স্টার্টআপের প্রতিটিকে ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। সেই সঙ্গে শীর্ষ ৩০-এ থাকা অপর ২০ স্টার্টআপও রানারআপ হিসেবে আইডিয়া প্রকল্প থেকে গ্রুমিং ও বিশেষ প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবে। প্রশিক্ষণ শেষে স্টার্টআপগুলো প্রস্তুত হলে তাদের জন্যও অনুদান প্রদান করবে আইডিয়া প্রকল্প। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১-৩ সদস্য বিশিষ্ট গঠিত টিম নিয়ে অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। শিক্ষার্থীরা দেশের ৮ বিভাগের ২৫ জেলার নিজের পছন্দের ভেন্যুতে রেজিষ্ট্রেশন করে তাদের আইডিয়াগুলো পিচ করতে পারবে।
‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর দ্বিতীয় অধ্যায়ের ক্যাম্পাস পিচিং এর আয়োজনের প্রস্ততি চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। আগামীকাল ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্টার্টআপদের ক্যাম্পাস পিচিং এর মাধ্যমে এই দুটি ভেন্যুর প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে।
অনলাইনে নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.s2s.startupbangladesh.gov.bd। ২৫টি ভেন্যুর সময়সূচি পাওয়া যাবে এই লিংকে: bit.ly/s2s2bd। রেজিস্ট্রেশন করা যাবে প্রতিটি ভেন্যুর জন্য নির্ধারিত তারিখের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উদ্ভাবনী ভাবনা ও উদ্যোক্তা খোঁজার এই আয়োজনের সহযোগিতায় আছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ‘ইয়াং বাংলা’ প্ল্যাটফর্ম।