দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চালু হচ্ছে জো-বাইক সার্ভিসের ডিইউ চক্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর উদ্যোগে এই সর্ভিসটি চালু হবে আগামি ৭ অক্টোবর।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০/২৫টি বাইসাইকেল আনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।
এই ব্যাপারে জানতে চাইলে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস ই নোমান বলেন, ‘প্রাথমিক অবস্থায় বিশ্ববিদ্যালয়ে একশ’টি বাইসাইকেল দিয়ে জো-বাইক সার্ভিস চালু হবে। আজ (সোমবার) আপাতত ২০/২৫টি বাইসাইকেল আনা হয়েছে। বাকি সাইকেল ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সপ্তাহ খানেকের মধ্যে চলে আসবে।’
উল্লেখ্য, জোবাইক হলো মোবাইল সফ্টওয়ার ভিত্তিক বাইসাইকেল সেবা। এতে গ্রাহকগন নির্দিষ্ট সফটওয়ার ইন্সটল করে কিউআর কোড স্কেন করে বাইচাইকেল নিতে পারে। আনলক করার পর থেকে আবার লক করা পর্যন্ত প্রতি মিনিটে নির্দিষ্ট পরিমান টাকা কাটতে থাকবে। বর্তমানে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই সাভিস চালু আছে।