আপনি ছাত্র, চাকুরিজীবি, বেকার কিংবা গৃহিনী যা-ই হোন না কেন, আপনার হাতে যদি দৈনিক ২/৩ ঘন্টা ব্যায় করার মত সময় থাকে, তবে আপনি আমাদের ওয়েবসাইটে বাংলায় আর্টিকেল লিখে আয় করতে পারেন, আর সেই আয় বিকাশের মাধ্যমে তুলে নিতে পারেন।
আপনার লেখা আপনার নামেই ছাপা হবে, ছবি এবং বায়োগ্রাফিসহ। উপরন্তু লেখার জন্য আপনাকে সন্মানী দেয়া হবে।
সন্মানীর পরিমাণ: প্রতি ৫০০ থেকে ১০০০ ওয়ার্ডের লেখার জন্যে ৫০ টাকা। লেখা ছোট-বড় হলে একই হিসেবে পেমেন্ট আসবে।
সন্মানি পাবেন যেভাবে
প্রাথমিক পর্যায়ে সন্মানী নিতে হবে বিকাশের মাধ্যমে। আপনার নাম্বারটি বিকাশ করা না থাকলে, পেমেন্ট নেয়ার জন্য অবশ্যই বিকাশ করে নিন। ঝামেলা এড়াতে আমরা কোনও দোকানের নাম্বারে বিকাশ করবো না। আর বিকাশের খরচ আমরাই বহন করবো। আপনার সন্মানী আপনি সম্পূর্ণটাই পাবেন।
নোট-১: লেখার টপিক নিতে হবে ইংরেজী সোর্স থেকে। হাজার হাজার ওয়েবসাইট আছে, যে কোন ওয়েবসাইট থেকে আপনার ইচ্ছেমত টপিক নিতে পারবেন। আর সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের মত করে বাংলায় গুছিয়ে লিখতে পারবেন। এজন্য, ইংরেজী পড়ে বুঝতে পারার সাধারণ যোগ্যতা লাগবে।
নোট-২: আমাদের ওয়েবসাইটের ফন্ট ইউনিকোড, সুতরাং লিখতে হবে ইউনিকোডে, বিজয় দিয়ে লিখলে হবে না। আপনি যদি একান্তই ইউনিকোডে না লিখতে পারেন, তবে বিজয় দিয়ে লিখে ইউনিকোডে কনভার্ট করে নিতে পারেন। বানান ভুল না থাকলে আমাদের কোন সমস্যা নেই।
নোট-৩: নিজের লেখা নিজেকেই ছবিসহ সাজিয়ে সাবমিট করতে হবে যা মোবাইলে করা সম্ভব নয়। সুতরাং, কম্পিউটার থাকতে হবে। লেখা প্রকাশের জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটের পাবলিশিং টুলের অ্যাক্সেস দেয়া হবে। সেখানে আপনি নিজেই লেখা সাবমিট করতে পারবেন। আপনি হয়তো মোবাইলে লিখতে পারবেন, কিন্তু ছবিসহ কিছু কাজ আছে, যেগুলো মোবাইলে করতে পারবেন না। সুতরাং, কম্পিউটার থাকা জরুরী।
উপরোক্ত প্রয়োজনীয় বিষয়গুলোর যে কোনটির ঘাটতি থাকলে, দয়া করে রেজিস্ট্রেশন করবেন না। যাদের এই বিষয়গুলো রয়েছে, তারাই কেবল রেজিস্ট্রেশন করবেন এবং নিয়মিত লিখবেন।
যে-সব বিষয় নিয়ে লিখতে পারবেন
আমাদের ওয়েবসাইটে যে-সব ক্যাটেগরি আছে, সে-সব ক্যাটেগরির যে কোনটিতেই লিখতে পারবেন। এক নজরে দেখে নিন কি কি ক্যাটেগরি আছে-
১.মোবাইল ম্যানিয়া
স্মার্টফোন রিভিউ
স্মার্টফোন টিউটোরিয়াল
অ্যাপস্ রিভিউ
গেমস্ রিভিউ
গ্যাজেট নিউজ
২.টেক ট্রেন্ড
টেক নিউজ
টেক টিউটোরিয়াল
নলেজ ব্যাংক
পিসি হেল্প
সোশ্যাল মিডিয়া
প্রয়োজনীয় সফটওয়্যার
৩. অনলাইনে আয়
৪. অটোমোবাইল
লেখা হতে হবে সম্পূর্ণ ইউনিক
আমাদের ওয়েবসাইটে কী কী বিষয়ের উপর লিখতে পারবেন সে সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট টুকে রাখুন মাথার মধ্যে, প্রয়োজনে কাগজে-কলমেও লিখে রাখতে পারেন।
আপনার লেখায় একটা লাইনও যদি ডুপ্লিকেট থাকে, তবে আপনার লেখা তো পাবলিশ করা হবেই না উপরন্তু আপনাকে আমাদের ওয়েবসাইটে আজীবনের জন্য ব্যানড্ করা হবে। অর্থাৎ আর কোনদিনই আপনি আমাদের সাইটে লিখতে পারবেন না।
টপিক খুঁজবেন কোথায়, টপিক পাবেন কোথায়
প্রত্যেকটা ক্যাটেগরির জন্য আমরা আলাদা আলাদা কয়েকটি ওয়েবসাইটের লিস্ট করেছি। তবে একটি ওয়েবসাইটে আপনি বিভিন্ন ক্যাটেগরির টপিক পেতে পারেন।
অনলাইনে আয় ক্যাটেগরির টপিক পাবেন যে সব ওয়েবসাইটে-
Save The Student
Sure Job
Money Pantry
Entrepreneur
The Balance
The Penny Hoarder
Neil Patel
Buffer App
মোবাইল ম্যানিয়া ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
Android Authority
Get Android Stuff
Toms Guide
Phone Arena
Gadgethacks Smartphone
https://gadgets.ndtv.com/
ডিজাইন ডেস্ক ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
Tut Pad
Tuts Plus
Creative Blog
Design Modo
Design Crazed
টেক ট্রেন্ড ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
Technology Review
Discover Magazine
Sky & Telescope
New Scientist
Popular Science
Wired
পিসি হেল্প ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
How To Geek
Life Wire
Windows Central
Help with Windows
Computer Hope
Computer Tips
আর্টিকেলটি সাবমিট করার পদ্ধতি
আর্টিকেল সাবমিট করার জন্য আপনার নাম ও মোবাইল নম্বরসহ ই-মেইল করুন techzoom.tv@gmail.com