কেউ কেউ শখের বশে লেখালেখি করতে পছন্দ করেন কিন্তু, লেখার মান, লেখার স্টাইল ভালো হলে এই শখের কাজ থেকেই আর্ন করা সম্ভব। এছাড়া আপনার লেখা যদি অনলাইনে প্রকাশিত হয় তাহলে তো আপনি সবার কাছ থেকে পাবেন বাড়তি সুনাম। আমাদের ওয়েবসাইটের নাম টেকজুম ডটটিভি– যা একটি বাংলা তথ্যমূলক ওয়েবসাইট। আপনি যদি ব্লগিং ও বাংলা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে নতুন হয়ে থাকেন তাহলে আপনিও ireport.techzoom.tv অংশ হিসেবে ভলান্টিয়ার হিসেবে আমাদের টিমে সাথে কাজ করার সুযোগ পেতে পারেন। বিজ্ঞান,ইতিহাস, তথ্য প্রযুক্তি, ইকমাস, বিউটি টিপস, হেলথ টিপস, টেকনোলজি টিপস, ভ্রমন টিপস, রান্না টিপস, বই রিভিউ,সিনেমা/ওয়েব সিরিজ রিভিউ , নতুন টেকনোলজি রিভিউ, বিভিন্ন দেশ ও দার্শনীক স্থান, খেলাধুলা, পড়াশুনা,স্বাস্থ্য টিপস, রান্না টিপস, সাধারণ জ্ঞান, বিশ্ব পরিচিতি, বিভিন্ন শুভেচ্ছা বার্তা, চাকরির খবর, বিনোদন,টেকনোলজি টিপস, বিভিন্ন টিপস, কম্পিউটার বিল্ড, ট্র্যাভেল, ফ্যাশন,গল্প,কবিতা,রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন
কিভাবে লেখা নিজে থেকে পাবলিশ করবেন
প্রথমে এই লিংকে ক্লিক করুন https://ireport.techzoom.tv/wp-admin/post-new.php
1. Continue with Facebook
2. এরপর উপরে + চিহ্নতে ক্লিক দিবে
3. টাইটেল
4. বর্ণনা
5. ডান পাশে ক্যাটাগরি পাবেন তা টিকমার্ক করে দিতে হবে।
6. এর নিচে ট্যাগ পাবেন চাইলে ট্যাগ দিতে পারবেন।
7. এর নিচে Featured Image পাবেন Set Featured Image এ ক্লিক করে Select Files এ ক্লিক দিয়ে দিন
8. আপনার ল্যাপটপ বা ফোনের যেখানে আছে সেখানে গিয়ে ছবি তে ডাবল ক্লিক দিবেন।
9. Set Featured Image এ ক্লিক দিবেন। এর কয়েক সেকেন্ডের মধ্যে ছবি টা সিলেক্ট হয়ে যাবে। এরপর একটু উপরের দিকে Publish e click দিবেন তাহলে আপনার কাজ শেষ ।
ভলান্টিয়ার হিসেবে কাজ করে কি লাভ হবে?
আপনি যেহেতু কন্টেন্ট রাইটিং জগতে নতুন সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট রাইটিং সম্পর্কে সঠিক পথ দেখানো হবে। কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং কেন?কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হবে? কন্টেন্ট রাইটিং করে কিভাবে আয় করবেন? বিস্তারিত গাইডলাইন পাবেন।
কনটেন্ট রাইটার হতে হলে কী কী যোগ্যতা লাগে?
বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করার ক্ষেত্রে তেমন কোনো ডিগ্রির প্রয়োজন নেই। যদি আপনার লেখার হাত ভালো থাকে, তাহলে আপনি যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ভালো কনটেন্ট রাইটার হতে পারবেন। বাংলা ভাষাগত দক্ষতা ও বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে যে কেউই বিভিন্ন কনটেন্ট লিখতে পারে।