তরুণদের পরিবেশ রক্ষা আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) গ্রিন প্ল্যানেট ক্লাব আয়োজন করেছে ‘গ্রিন জিনিয়াস সিজন-৩’। আয়োজনের সহায়তায় করছে আইইউবি ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট।
আজ রবিবার (১৩ মার্চ) রাজধানীর বসুন্ধরায় আইইউবি মাল্টিপারপার্স হল ক্লাবে বার্ষিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আগামী ২৭ মার্চ বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতন করার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভবিষ্যত নেতৃত্ব তৈরি করাই ‘গ্রিন জিনিয়াস’ আয়োজনের প্রধান লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইনডিপেন্ডেট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আরো উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্সের বিভাগীয় প্রধান ড. আয়াজ রাব্বানী, স্কুল অব বিজনেসের অধ্যাপক জয়নাল আবেদীন, আইইউবির বিভিন্ন স্কুলের ডিন, সিনিয়র শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইইউবির ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত গ্রিন প্ল্যানেট ক্লাবের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। বর্তমানে ক্লাবটিতে রয়েছেন প্রায় ৫০০ জন সাধারণ সদস্য, ৫০ জন সক্রিয় সদস্য ও ১১ জনের একটি এক্সিকিউটিভ বডি।
পরিবেশবিজ্ঞানের শিক্ষার্থীরা ছাড়া আইইউবির অন্য বিভাগের শিক্ষার্থীরাও গ্রিন প্ল্যানেট ক্লাবের সদস্য হতে পারেন।