ব্যবসায়িক কার্যক্রমের পরিধি বাড়ানোর অংশ হিসেবে আগামী এক বছরে ভারতে ১ হাজার ৪০০ পেশাদার প্রযুক্তিবিদ নিয়োগ দেবে কোয়ালিটেস্ট। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। খবর পিটিআই।
প্রতিষ্ঠানটি গেমিং অ্যান্ড টেকনোলজি, ব্যাংকিং ও আর্থিক পরিষেবা, খুচরা বিক্রি, মিডিয়া ও বিনোদন, স্বাস্থ্যসেবা, জীববিজ্ঞান, জ্বালানিসহ ব্লকচেইন ও ইন্টারনেট অব থিংসের (আইওটি) জন্য দুই হাজার প্রযুক্তিবিদ নিয়োগ দেবে। অন্যদিকে এন্ট্রি লেভেল এক হাজার নিয়োগ দেয়া হবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে কোয়ালিটেস্টের হাবগুলোয় একাধিক পদে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ভারতে ১ হাজার ৪০০ জন, যুক্তরাষ্ট্রে এক হাজার, ইউরোপে ৫০০ ও ইসরায়েলে ৪০০ জন নিয়োগ দেয়া হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির সাত হাজারের বেশি কর্মী রয়েছে।
কোয়ালিটেস্টের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনবু মুপিদাঠি বলেন, ভোক্তাদের মূলবান তথ্যের জন্য অ্যাপে যত শক্তিশালী বাগ বা নিরাপত্তা ত্রুটিই থাকুক না কেন, কোয়ালিটেস্ট এগুলোর সমাধান খুঁজে বের করায় বিশ্বাসী, বিশেষ করে যেসব সমস্যা অনলাইনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি করে। যারা সমস্যার সমাধান গ্রহণে আগ্রহী আমরা তাদের আকৃষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, কোয়ালিটেস্ট আর্জেন্টিনা, কানাডা, জার্মানি, ভারত, ইসরায়েল, মেক্সিকো, পর্তুগাল, রোমানিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে দক্ষ ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার ও পরীক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে।