ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে সম্প্রতি ছাত্রীকে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৩ শিক্ষার্থীর কারণ দর্শানোর সময়সীমা বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বুধবার (০৫ এপ্রিল) পর্যন্ত তাদের (৭ দিন) অতিরিক্ত সময় দেওয়া হয়। আজ (২৯ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে গত ৪ঠা মার্চ অভিযুক্ত ৫ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের বিষয়ে কেনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না সে বিষয়ে ১৫ মার্চের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান শোকজের জবাব দিলেও ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার উর্মী ও ইসরাত জাহান মীম নির্দিষ্ট সময়ে জবাব দেননি। তাদের আবেদনের প্রেক্ষিতে শোকজের জবাব দেয়ার সময় বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। আগামী ৫ এপ্রিলের মধ্যে তাদেরকে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তীতে শোকজের জবাবদানের সময়সীমা আর বৃদ্ধি করা হবে না বলেও জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, “তিন শিক্ষার্থীর সময় বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে আগামী ৫এপ্রিলের মধ্যে কেনো স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে সুনির্দিষ্ট কারণ দশার্নোর সময়বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে আর সময়বৃদ্ধি করা হবে না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।”