এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ‘অনুপ্রেরণার স্বপ্ন বুনতে হতে হবে বড়, নিজের লক্ষ্য ঠিক করে তার দিকে অবিচল থাকা জরুরি’ এই বার্তা নিয়ে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করেছে ইউনিভার্সিটি অফ স্কলার্স।
গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) লাইট হাউস ক্যারিয়ার কলেজে ‘আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ’ স্লোগানে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ার নিদর্শক হিসেবে কাজ করবে বলে মনে করছে আয়োজক ইউনিভার্সিটি অফ স্কলার্স।
অনুষ্ঠানে উদ্দীপনাপূর্ণ বক্তব্য রাখেন তিনজন। যারা তিনটি আলাদা বিষয়ে সমাজে নিজেদের আলোকিত করতে পেরেছেন।
তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম। তিনি নিজের জীবনের সংগ্রামের গল্প শোনাতে গিয়ে বলেন, ‘স্বপ্ন বড় হতে হবে, কিন্তু তার চেয়েও জরুরি সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করা। বাধা আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না।’
ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চেকমেট ইভেন্টের সিইও মুহাম্মদ আমিনুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা তোমাদের জীবনের সেরা সময়ে আছ। এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের লক্ষ্য ঠিক করতে হবে। সাহসের সাথে সেই পথে এগিয়ে যেতে হবে। ভয় পেলে সফলতা আসবে না।’
এছাড়া উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অফ স্কলার্সের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামা-ই-শহীদ। তিনি আন্তর্জাতিক কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আজকের বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষায় দক্ষতা ছাড়া ভালো সুযোগগুলো তোমাদের হাতছাড়া হয়ে যাবে। তাই ইংরেজির চর্চায় মনোযোগ দিতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ নাজিয়া নবী। তিনি শিক্ষার্থীদেরকে জীবনে ঝুঁকি নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে বলেন, পরীক্ষার ফলাফলই জীবনে সবকিছু নয়।
অনুষ্ঠানে ৩৬০ ডিগ্রি ফটোবুথ শিক্ষার্থীদের আনন্দ দেয়। এছাড়াও একটি ইংরেজি ভিত্তিক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। ‘আমরা স্বপ্ন আমার ভবিষ্যৎ’ শিক্ষার্থীদের শুধু অনুপ্রেরণাই দেয়নি তাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার খোরাকও যুগিয়েছে।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে ছিল- চ্যানেল ২৪ ও সাম্প্রতিক দেশকাল।