বাংলাদেশের প্রফেশনালদের ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নে সহায়তা করতে ৫ বছর ধরে কাজ করে যাচ্ছে ক্যারিয়ার্স আপ বিডি। তবে ২০২৫ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশব্যাপী ব্যাপক কার্যক্রম শুরু করেছে, যাতে দেশের প্রতিটি প্রফেশনাল নিজেকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে পারেন।
ক্যারিয়ার গঠনের পূর্ণ সমাধান দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি তা হলো: এক-একজন প্রফেশনালের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, চাকরির ইন্টারভিউ প্রস্তুতির জন্য গাইডলাইন ও মক ইন্টারভিউ, প্রফেশনাল সিভি ও রেজুমি রাইটিং, কভার লেটার, ভিডিও রেজুমি তৈরি, লিংকডইন প্রোফাইল ব্র্যান্ডিং, স্টেটমেন্ট অফ পারপাস তৈরি এবং চাকরির সার্কুলার ও বিডিজবস আপডেট। এই সেবাগুলোর মাধ্যমে শুধু চাকরি পাওয়ার লক্ষ্য নয় বরং দীর্ঘমেয়াদে প্রফেশনালদের ব্র্যান্ডিং ও ক্যারিয়ার বিকাশে সহায়তা করছে ক্যারিয়ার্স আপ বিডি (Careers Up BD)।
প্রতিষ্ঠানটির সিইও সোহাগ ফারদিন অরন বলেন, “আমরা লক্ষ্য করেছি দেশের অনেক শিক্ষিত এবং দক্ষ মানুষ কেবল সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির অভাবে চাকরি বা ক্যারিয়ারে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারছেন না। ক্যারিয়ার্স আপ বিডি সেই শূন্যস্থান পূরণ করতে কাজ করছে।”
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় জানিয়ে সোহাগ ফারদিন অরন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের জন্য একটি নির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যান থাকবে এবং তার সাথে যুক্ত থাকবে স্কিল ডেভেলপমেন্টের কার্যকর ব্যবস্থা। যেন তারা শুধুমাত্র দেশের নয়, বিশ্বের উন্নত দেশগুলোর পেশাদারদের সাথেও সমানতালে এগিয়ে যেতে পারে।”
এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি শিগগিরই শুরু করতে যাচ্ছে একটি ৬ মাসব্যাপী জাতীয় ক্যারিয়ার মেন্টরিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে দেশের বিভিন্ন স্থান থেকে ১০ জন প্রফেশনালকে বাছাই করে তাদের বিনামূল্যে মেন্টরিং দেওয়া হবে। এতে যুক্ত থাকবেন দেশের খ্যাতিমান ক্যারিয়ার কোচ ও মেন্টররা।
ক্যাম্পেইনের পাশাপাশি ক্যারিয়ার্স আপ বিডি কর্পোরেট প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যারিয়ার ব্র্যান্ডিং ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও নিয়েছে। অনলাইনে ক্যারিয়ার গঠনের সেবানিয়ে এই লিংকে প্রবেশ করুন: https://careersupbd.com/
—