Month: ডিসেম্বর ২০২১

প্রযুক্তি দুনিয়ার আলোচিত বিপর্যয়ের ঘটনা

কভিড-১৯ মহামারী টানা দুই বছর ধরে বিশ্বকে স্থবির করে রেখেছে। এর মধ্যে নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। তবে চলতি বছর ভাইরাসের টিকা সহজলভ্য হওয়ায় মানুষের মনে আশার আলোও জেগেছিল। লকডাউনে অবসর কাটানোর মাধ্যম যেমন ছিল প্রযুক্তি, তেমনি কখনো কখনো প্রযুক্তিই হয়ে উঠেছে বিড়ম্বনার কারণ। ইন্টারনেট ব্যবস্থায় বিভ্রাট ঘটার সঙ্গে মেটা মালিকানাধীন ফেসবুকে র‌্যানসমওয়্যার হামলায় নাজেহাল ছিল নেটিজেনরা। সম্প্রতি সিএনএন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে চলতি বছর আলোচিত কিছু প্রযুক্তি বিপর্যয়ের ঘটনা। চলতি বছর অক্টোবরে মেটা মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কয়েক ঘণ্টাব্যাপী বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবে কনফিগারেশন পরিবর্তনকে দায়ী করে প্রতিষ্ঠানটি। বিপর্যয়ের কারণে শেয়ারবাজারে মেটার ধস নামে। এপ্রিলে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলেন, প্রায় অর্ধশত কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, জন্মদিন, ই-মেইলসহ ব্যক্তিগত তথ্য হ্যাকারদের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ বিষয়ে ফেসবুকের তরফ থেকে জানানো হয়, এর আগে ২০১৯ সালে এ তথ্যগুলো ব্যবহারকারীদের প্রোফাইল থেকে মুছে যাওয়ার খবর মিলেছে। ওই বছর এ সমস্যা নিরসন করা সম্ভব হয়নি ফেসবুক কর্তৃপক্ষের। এপ্রিলে অনুরূপ খবর শোনা যায় লিংকডইনের কাছ থেকেও। খবর অনুযায়ী, প্রায় অর্ধশত কোটি ব্যবহারকারীর তথ্য একটি হ্যাকিং ওয়েবসাইটে বিক্রির জন্য প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, লিংকডইনের কোনো বিঘ্নের কারণে এমন হয়নি। বরং শক্তিশালী অনুপ্রবেশকারীর কারণেই বিপর্যয় নামে। চলতি বছর বেড়েছিল র‌্যানসমওয়্যার হামলা। কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য হ্যাকারদের জিম্মি করার ঘটনা অহরহ উঠে এসেছে। এর মাঝে সবচেয়ে আলোচিত ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জ্বালানি সরবরাহকারী কলোনিয়াল পাইপলাইনের র‌্যানসমওয়্যার হামলা। এর কারণে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় সংস্থাটি। প্রতিষ্ঠানটির সিইও জানান, নেটওয়ার্ক ব্যবস্থা আবার সচল করতে তাদের ৪৪ লাখ ডলার মুক্তিপণ দিতে হয়েছে। সাম্প্রতিক সময়ে ইন্টারনেট বিভ্রাটের ঘটনা বিশ্বকে নাড়া দেয়। এর আগে বিভ্রাটের কারণে রেডিট, সিএনএন, অ্যামাজনসহ বিভিন্ন ওয়েবসাইট কালো হয়ে যায়। এছাড়া ১৭ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড পরিষেবা নেটওয়ার্ক সংস্থা আকামাই টেকনোলজিতে নেটওয়ার্ক বিভ্রাটের ঘটনায় আক্রান্ত হয় সাউথওয়েস্ট এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া ও হংকং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জিলো চলতি বছর নভেম্বরে তার ‘হোম ফ্লিপিং’ অফার বন্ধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়, জমির দামের পূর্বাভাস করতে ব্যর্থ হয়েছে জিলো। ফলস্বরূপ শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমে যায়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দুই হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। অনেক আগে থেকে স্বচালিত গাড়ি চালানোর সফটওয়্যার নিয়ে গর্ব করে আসছিল টেসলা। তবে এ বছর জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতার সফটওয়্যারটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় নয়। বরং এটি চালকদের সহায়ক ফিচার-সংবলিত একটি সফটওয়্যার, যা কিছু প্রাথমিক নির্দেশাবলি দিয়ে থাকে। টেস্ট ড্রাইভ হিসেবে সিএনএনের পক্ষ থেকে টেসলা মডেল ৩ নিউইয়র্ক যাত্রা করে। ফল ছিল ভয়াবহ। সংশ্লিষ্টরা জানান, সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে পথে সাইকেলচালককে এড়াতে গিয়ে ইউপিএস ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি

আত্মনির্ভর প্রযুক্তি সুপারপাওয়ার হয়ে উঠতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন চীন সরকার। এর অংশ হিসেবে সম্প্রতি দেশটির বৃহত্তম ই-কমার্স প্লাটফর্ম আলিবাবাকে নিজস্ব প্রসেসর নিয়ে আসার নির্দেশনা দিয়েছে চীন সরকার। তিন বছর আগে চালু টি-হেড চিপ কারখানা থেকে আলিবাবা তাদের তৃতীয় চিপ উন্মোচন করেছে। গত অক্টোবরে উন্মোচিত ইটিয়ান ৭১০ চিপের মাধ্যমে সেমিকন্ডাক্টর খাতে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোনোর ঘোষণা দিয়েছে জ্যাক মা প্রতিষ্ঠিত কোম্পানিটি। আপাতত অন্য কোনো কোম্পানির কাছে এ চিপ বিক্রির পরিকল্পনা নেই বলে জানিয়েছে আলিবাবা। চিপ নির্মাণের দৌড়ে যুক্ত অন্য চীনা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গেমস ও সোস্যাল মিডিয়া জায়ান্ট টেনসেন্ট ও স্মার্টফোন নির্মাতা শাওমি। কম্পিউটিং, নিরাপদ জ্বালানি ও অন্যান্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে শতকোটি ডলার বিনিয়োগ করছে চীনা কোম্পানিগুলো। স্মার্টফোন, গাড়ি থেকে শুরু করে চিকিৎসাসামগ্রী ও গৃহস্থালি পণ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিপ। করোনা মহামারীর ফলে চিপ-স্বল্পতায় বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং কাঙ্ক্ষিত সময়ে গ্রাহকের হাতে পণ্য তুলে দেয়া সম্ভব হচ্ছে না। প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র, জাপান ও অন্যান্য সরবরাহকারী দেশের ওপর নির্ভরশীলতা কমাতে কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকারের তালিকায় সর্বাগ্রে রয়েছে চিপ। সেমিকন্ডাক্টর খাতে স্বনির্ভরতা বেইজিংয়ের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উচ্চাভিলাষ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের সাফল্য অবশ্য অন্য দেশের জন্য হুমকির কারণ বলে মনে করছেন কিছু পশ্চিমা বিশ্লেষক। এটা উদ্ভাবন পিছিয়ে দেয়াসহ বৈশ্বিক বাণিজ্য বিঘ্নিত করবে এবং এতে বিশ্ব আরো দরিদ্রতর হবে।  অন্যদিকে চীনের কর্তাব্যক্তিরা এর সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। গত মার্চে এক বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আত্মনির্ভরতা চীনের ভিত্তিমূল। জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে চীনকে প্রযুক্তির সুপারপাওয়ার হয়ে উঠতে হবে। প্রযুক্তির সুপারপাওয়ার হয়ে উঠতে বেইজিংয়ের প্রচেষ্টায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে তাদের অভিযোগ এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি প্রযুক্তি চুরি করছে। চীনের প্রযুক্তি খাত শক্তিশালী করতে প্রয়োজনীয় টুলসের রফতানি সীমিত করেছে ওয়াশিংটন ও বেলজিয়াম। তবে এর ঝুঁকি নিয়েও শঙ্কিত সব পক্ষ। চীন যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপে নির্মিত যন্ত্রাংশ ব্যবহার বন্ধ করে দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা অর্থনীতি। বিশ্বের বৃহৎ বাজারকে কেউই হারাতে চাইবে না। এদিকে ইঙ্গিত করে গত সেপ্টেম্বরে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বার্তা সংস্থা এপিকে জানান, বিশ্বকে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করা উচিত ওয়াশিংটন ও বেইজিংয়ের। বিশ্বের প্রায় সব স্মার্টফোন ও ...