ইন্টারনেট এখন পকেটেই! স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান Starlink এবার বাজারে এনেছে নতুন চমক—স্টারলিংক মিনি পোর্টেবল এই ডিভাইসটির মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডেই যেকোনো স্থানে পাওয়া যাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ।
এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন তা সহজেই ব্যাকপ্যাকে বহনযোগ্য হয়। রিমোট এলাকায় ইন্টারনেট সংযোগের দুঃসময় এখন অতীত হতে চলেছে। স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে বলেই কোনো মোবাইল টাওয়ার বা ব্রডব্যান্ড সংযোগের প্রয়োজন নেই।
বিশেষ করে ভ্রমণপ্রেমী, ক্যাম্পার, সাংবাদিক এবং দুর্যোগকালে উদ্ধারকার্য পরিচালনায় এর ভূমিকা হবে অপরিসীম।
Starlink Mini-এর উল্লেখযোগ্য ফিচার:
মাত্র ৩০ সেকেন্ডে ইন্টারনেট কানেকশন
ব্যাকপ্যাকে বহনযোগ্য হালকা ও শক্তপোক্ত ডিজাইন
বিল্ট-ইন রাউটারসহ Wi-Fi সরবরাহ
দিনে-রাতে সব আবহাওয়ায় কার্যকর
সোলার চার্জার কম্প্যাটিবল
প্রতিষ্ঠানটির দাবি, Starlink Mini দিয়ে ১০০ মেগাবিট পার সেকেন্ডের বেশি স্পিড পাওয়া যাবে। এতে রয়েছে বিল্ট-ইন পাওয়ার অপশন এবং সহজ সেটআপ সুবিধা।
স্টারলিংক-এর প্রধান নির্বাহী এলন মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, এটি এমন একটি প্রযুক্তি যা মানুষকে প্রকৃত অর্থেই স্বাধীনভাবে যেকোনো স্থানে ইন্টারনেট ব্যবহার করতে দেবে।
দাম ও প্রাপ্যতা:
বর্তমানে এই ডিভাইসটি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। দাম ধরা হয়েছে প্রায় ৩৯৯ মার্কিন ডলার। তবে ২০২৫ সালের মধ্যে আরও অনেক দেশে, এমনকি বাংলাদেশেও এটি পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।