শনিবার গোটা দেশে পাবজি খেলা নিষিদ্ধ করেছে জর্ডান। দেশের মানুষের মনে ‘কুপ্রভাব’ ফেলছে এই গেম। তাই গোটা দেশে এই গেম নিষিদ্ধ করা হয়েছে।
পাবজি গেম খেলার সময় যুদ্ধক্ষেত্রে একের পর এক খেলোয়াড়কে নিহত করতে হয়। এই মুহুর্তে বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় গেম এটি।
“নাগরিকদের মনে এই গেম কুপ্রভাব ফেলছে। তাই গোটা দেশে নিষিদ্ধ হয়েছে পাবজি।“ জানিয়েছে জর্ডনের টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থা।
ইতিমধ্যেই ইরাক, নেপাল ও ভারতের গুজরাটে পাবজি খেলা নিষিদ্ধ হয়েছে। সেই তালিকায় জর্ডানের নাম যোগ হল।
জর্ডানের অন্যতম মোবাইল গেম পাবজি। ইতিমধ্যেই দেশের নাগরিকদের এই গেম না খেলার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই দেশের মনোবিদরা অনেক দিন ধরেই এই গেম খেলার জন্য তরুন প্রজন্মের মনে কুপ্রভাবের অভিযোগ তুলেছিলেন। অবশেষে সেই অভিযোগ মেনে নিয়ে জর্ডানে নিষিদ্ধ হল পাবাজি।