গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত এলজি বাংলাদেশে নিয়ে এসেছে গেমারদের জন্য নতুন গেমিং মনিটর। এটি আল্টগিয়ার সিরিজের। মডেল এলজি জিএল৬০০-বি।
মনিটরটির রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। এতে ১০৮০ পিক্সেল পাওয়া যাবে।
টিএন প্যানেলের ডিভাইসটি প্রফেশনাল গেমারদের জন্য এই ডিজাইন করা হয়েছে। মাত্র ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইমের এই মনিটরটি আরটিএস এবং এফপিএস দুই ধরনের গেমারদের জন্যই বানানো।
১৪৪ হার্জের রিফ্রেশ রেট হবার জন্য মনিটরটি গেমারদের কাছে প্রতিটি ফ্রেমই উপস্থাপন করতে সক্ষম কোন ধরনের মোশন ব্লার ছাড়াই। এছাড়া এর ১ মিলিসেকন্ড রেসপন্স টাইমের জন্য এটি গেমারের রিয়েকশন টাইম কমিয়ে দেবে যাতে গেমার দ্রুততার সঙ্গে গেমিংয়ের সময় সিদ্ধান্ত নিতে পারে।
এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে আছে এতে এএমডি রেডিওন ফ্রিসিংক সুবিধা যা স্ক্রিন টিয়ারিং বা শাটারিং সমস্যা দূর করে এবং গেমের প্রতিটি ডিটেইল গেমারের সামনে তুলে ধরে এই মনিটরটি। ডাইনামিক অ্যাকশন সিংক থাকায় এটি ইনপুট ল্যাগ কমিয়ে দেয়। অন্যদিকে ব্লাক স্টাবিলাইজার সুবিধা থাকাতে মনিটরটি অন্ধকারে গেমের অবজেক্টকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারে।
এফপিএস অথবা আরটিএস গেমের সুবিধার্থে মনিটরে গেম মোড সেট করার সুবিধা রয়েছে।
মনিটরটির বাজারদর ২৪ হাজার টাকা মাত্র। এতে তিন বছর বিক্রয়োত্তর সেবা মিলবে।