গেমারদের জন্য সুখবর। অক্টোবরের ১ তারিখ থেকে স্মার্টফোনে খেলা যাবে কল অফ ডিউটি: মোবাইল। আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটি ডেভেলপ করেছে টেনসেন্টের টিমি স্টুডিও। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, স্মার্টফোনে এই গেমটি খেলার জন্য গেমারদের বাড়তি কোনও অর্থ খরচ করতে হবে না।
কল অফ ডিউটি: মোবাইল-এ ব্যাটল রয়্যাল মোড ও নতুন ম্যাপ যোগ করা হয়েছে বলে জানা গেছে। নতুন ব্যাটল রয়্যাল মোডে ১০০ গেমার একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারবেন। এছাড়া কল অফ ডিউটি পিসি সংস্করণের পুরনো খেলোয়াড়রা পরিচিত অনেক কিছুর দেখা পাবেন মোবাইল সংস্করণের এই গেমটিতে। এ্নগ্যাজেট জানিয়েছে, গেমারদের জন্য ফার্স্ট ও থার্ড পারসন দুটি মোডই রাখা হয়েছে। ভেহিকেল হিসেবে গেমে থাকছে হেলিকপ্টার, এটিভি, র্যাফ্ট ইত্যাদি। গেমাররা নিজের ইচ্ছানুযায়ী সলো, ডুয়ো এবং স্কোয়াডে খেলতে পারবেন গেমটি।
গেমটির প্রসঙ্গে অ্যাক্টিভিশন মোবাইলের ভাইস প্রেসিডেন্ট ক্রিস প্লামার এক বিবৃতিতে জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজের সেরা জিনিসগুলোকে একটি টাইটেলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কল অফ ডিউটি: মোবাইল ডেভেলপ করার সময়।