দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ফোন নিয়ে এল আসুস।ফোনটির মডেল আসুস আরওজি ফোন ২। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ফোন বলা কারণ হচ্ছে এই ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। আপনাকে জানিয়ে রাখি স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস হলো কোয়ালকমের লেটেস্ট প্রসেসর। যেটি স্ন্যাপড্রাগন ৮৫৫ এর থেকে ১৩ গুন্ দ্রুত।
এছাড়াও আসুস আরওজি ফোন ২ তে ১২ জিবি র্যাম ও ৬০০০ এমএএইচ ব্যাটারির আছে। মনে করা হচ্ছে এই ফোনে ওয়ানপ্লাস ৭ প্রো এর থেকে উন্নত ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হবে। আসুন ফোনটির স্পেসিফিকেশন ও ভারতে সম্ভাব্য দাম জেনে নিই।
ফিচারের কথা বললে আসুসের এই গেমিং ফোন হলো বিশ্বের প্রথম ফোন যেখানে ১২০হার্টজ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত লঞ্চ হওয়া সমস্ত ফোনগুলোতে সর্বোচ্চ ৯০হার্টজ অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছিল। এই ফোনে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও ১৯.৫:৯ । এই ফোনে গরিলা গ্লাস সিক্স এর প্রোটেকশন আছে। ফলে ফোন পড়ে গেলেও ভাঙার ভয় নেই। আসুসের এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫৫ প্লাস ব্যবহার করা হয়েছে। যা সাধারন স্নাপড্রাগণ ৮৫৫ প্রসেসর এর থেকে দ্রুত।
ক্যামেরার কথা বললে এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি IMX586 সেন্সরের সাথে ৪৮ মেগাপিক্সেল, এবং সেকেন্ডারি ক্যামেরা টি ওয়াইড এঙ্গেল লেন্স এর সাথে ১৩ মেগাপিক্সেল। এছাড়াও সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
চীনে এই ফোনের প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ৩,৪৯৯ য়ুয়ান । আবার এই ফোনের ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ য়ুয়ান । দুটো ভ্যারিয়েন্টে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।