২০২০ সালের ডিসেম্বরে গেম কনসোল প্লেস্টেশন ৫ বাজারে নিয়ে আসবে সনি। কনসোলের গ্রাফিকগুলোর আলোর প্রভাব উন্নত করতে নতুন প্রযুক্তি ব্যবহার করে আপগ্রেড করা হয়েছে। প্রায় তিন বছর আগে তাদের সর্বশেষ কনসোল প্লেস্টেশন ৪ বাজারে ছাড়ে সনি। এরপর আর কোনো কনসোল আনেনি প্রতিষ্ঠানটি।
সনির ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট জিম রায়ান প্লেস্টেশন ওয়েবসাইটের ব্লগ পোস্টে বলেন, নতুন কন্ট্রোলারের সাহায্যে গেমে আরো গভীরভাবে মগ্ন হওয়া যাবে। বাস্তবসম্মত অভিজ্ঞতা দিতে কার রেসিং গেমিংয়ে ওয়ালে ধাক্কা দেয়া এবং ফুটবলের মাঠে মোকাবেলার করার অভিজ্ঞতা হবে ভিন্ন ধরণের।
এছাড়া প্লেস্টেশনটির কন্ট্রোলারে ভাইব্রেশন প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। গ্রাফিক্স কার্ডেরও আপগ্রেড সংস্করণ থাকবে কনসোলটিতে। ফলে লাইটিং ইফেক্টসেরও উন্নতি ঘটবে। গেইমও লোড হবে দ্রুত গতিতে। নতুন কনসোল আনার বিষয়টি নিশ্চিত করলেও কনসোলটির কোনো ছবি প্রকাশ করেনি সনি। কনসোলটির পাশাপাশি কোন কোন গেইম উন্মোচন করা হবে তাও জানা যায়নি।
তবে জিম রায়ান বলেন, এসব তথ্য পেতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। মাইক্রোসফটের পরবর্তী গেইমিং কনসোল প্রোজেক্ট স্কারলেটও একই সময় বাজারে আসবে। তথ্যসূত্র- বিবিসি