বিভিন্ন দেশে ই-স্পোর্টস খুবই জনপ্রিয়। তবে বাংলাদেশও আর খুব একটা পিছিয়ে থাকতে চাইছে না। দেশের তরুণ জনগোষ্ঠী ক্রমশ ঝুঁকছে ই-স্পোর্টস এর দিকেই। ইতিমধ্যে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে পাবজি গেম। মাঝে মধ্যেই দেশের কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে পাবজি প্রতিযোগিতা। ই-স্পোর্টস এর বিভিন্ন দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন পাবজি মোবাইল কমিউনিটি গ্রুপের এডমিন আলিউর রাহমান সোহান।
তিনি বলেন আমাদের পাবজি মোবাইল কমিউনিটি গ্রুপের যারা আছে তারা সবাই খেলায় আসক্ত কিন্তু মাদকাসক্ত না । গেম খেলতে অনেক ফোকাসের দরকার হয় যা কোন মাদকাসক্ত ব্যক্তির পক্ষে সম্ভব না।
সম্পূর্ণ ভিডিওটি আজ সন্ধ্যা ৭ টায় প্রচার হবে
https://www.facebook.com/Techzoom.TV/videos/805056189927200/