গত বছর ১ হাজার কোটি ডলার আয় করেছে টেনসেন্টের তিমি গেমিং স্টুডিও। বিখ্যাত মোবাইল গেম অনার অব কিংস ও কল অব ডিউটির নির্মাতা হচ্ছে চীনা প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
এক বছরে ১ হাজার কোটি ডলার আয়ে বিশ্বের সবচেয়ে বড় গেম ডেভেলপার কোম্পানিতে পরিণত করেছে তিমি। মজার ব্যাপার হলো, টেনসেন্ট তিমির যে স্টুডিওগুলো আছে তারা প্রত্যেকে স্বতন্ত্র। কাজের ক্ষেত্রে নিজেদের মধ্যেই প্রতিযোগিতা চলে। ১ হাজার কোটি ডলার আয়ে তিমির সব স্টুডিওরই অবদান আছে। তবে কোনটি থেকে কত আয় হয়েছে, সেটি আলাদা করে উল্লেখ করা হয়নি।
গত মাসে এক নিয়োগ বিজ্ঞপ্তিতে তিমির এক প্রকৌশলী লেখেন, তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হলো নতুন একটি ট্রিপল এ গেম তৈরি করা। যেটি অনেকটা রেডি প্লেয়ার গেম ছবির আদলে হবে। তাদের প্রত্যাশা, এ গেমটি জাপান, কোরিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী গেমগুলোর সঙ্গে লড়বে। নিজেদের লক্ষ্যে অবিচল থেকে দেশের বাইরে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্টুডিও তৈরি করেছে টিমি। আপাতত নিজস্ব বুদ্ধিবৃত্তিক কিছু গেম তৈরির উদ্দেশ্যে কাজ করছে তারা। এছাড়া অনেকগুলো বড় বড় স্টুডিও তাদের হার্ডকোট ডেস্কটপ বা কনসোলভিত্তিক গেমসের মোবাইল ভার্সনের জন্য টেনসেন্টের সহায়তা চেয়েছে।