করোনাভাইরাস মহামারীতে এক বছর পিছিয়ে গিয়েছিল ২০২০ টোকিও অলিম্পিকস। সম্প্রতি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আয়োজনটির উদ্বোধনী অনুষ্ঠান। সশরীরে দর্শক না থাকলেও নিজের সংস্কৃতি ও প্রযুক্তির মিশেলে অনুষ্ঠান ফুঁটিয়ে তোলার চেষ্টা করেছে জাপান। প্যারেডে ব্যবহার করা হয়েছে পরিচিত ভিডিও গেইমের মিউজিক এবং আয়োজন করা হয়েছিল ড্রোন শো-এর।
নাচ, গান এবং ঐতিহ্যবাহী ‘প্যারেড অফ নেশনস’ হতে দেখা গেছে আয়োজনে। ওই প্যারেডেই ভিন্নধর্মী এক উদ্যোগ চোখে পড়ে। শুরুতেই গ্রিসের অ্যাথলিটরা শূন্য স্টেডিয়ামে প্রবেশ করেন, এ সময় আবহে বেজে ওঠে পরিচিত ড্রাগন কোয়েস্টের থিম। এরপরেই শোনা যায়, ফাইনাল ফ্যান্টাসির ভিক্টোরি ফ্যানফেয়ার থিমটি। এভাবে একে একে বাজানো হয় সাগা, ক্রোনো, কিংডম হার্টস এবং নিয়ের সিরিজের পরিচিত সুর।
যে ভিডিও গেইমের মিউজিকগুলো টোকিও অলিম্পিকসে বাজানো হয়েছে, সেগুলোর পূর্ণ তালিকা তৈরি করেছে মার্কিন ভিডিও গেইম ভিত্তিক ওয়েবসাইট পলিগন। পরে তা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জও। তালিকায় রয়েছে-
১. ড্রাগন কোয়েস্ট ‘রোটো’স থিম’
২. ফাইনাল ফ্যান্টাসি ‘ভিক্টোরি ফ্যানফেয়ার’
৩. টেলস অফ স্টোরিজ ‘সোরে’স থিম – দ্য শেপার্ড’
৪. মনস্টার হান্টার সিরিজ ‘প্রুফ অফ আ হিরো’
৫. কিংডম হার্টস ‘অলিম্পাস কলিসিয়াম’
৬. ক্রোনো ট্রিগার ‘ফ্রগ’স থিম’
৭. এস কমব্যাট ‘ফার্স্ট ফ্লাইট’
৮. টেলস অফ সিরিজ ‘রয়াল ক্যাপিটাল ম্যাজিস্টিক গ্র্যান্ডিওর’
৯. সনিক দ্য হেজহগ ‘স্টার লাইট জোন’
১০. প্রো ইভোলিউশন সকার ‘ই-ফুটবল ওয়াক অন থিম’
১১. ফাইনাল ফ্যান্টাসি ‘মেইন থিম’
১২. ফ্যান্টাসি স্টার ইউনিভার্স ‘গার্ডিয়ানস’
১৩. কিংডম হার্টস ‘হিরোস ফ্যানফেয়ার’
১৪. গ্রেডিয়াস ‘০১ অ্যাক্ট আই-১’
১৫. নিয়ের ‘সঙ অফ দ্য এনশিয়েন্টস’
১৬. সাগা সিরিজ ‘দ্য মিনস্ট্রেইল’র রিফ্রেইন: সাগা সিরিজ মেডলে ২০১৬’
১৭. সোলক্যালিবার ‘দ্য ব্রেভ নিউ স্টেজ হিস্ট্রি’
তবে নিনটেনডো এবং পোকিমনের কোনো মিউজিক বাজানো হয়নি গোটা আয়োজনে। যদিও, জাপানি ভিডিও গেইম নির্মাতা নিনটেনডো এবং জাপানি ভিডিও গেইম সিরিজ ও অ্যানিমে সিরিজ পোকিমনের অগণিত ভক্ত রয়েছেন গোটা বিশ্বে।
অন্যদিকে, দর্শক না থাকলেও ড্রোন আয়োজন বাদ দেয়নি জাপান। অনুষ্ঠানের শেষের দিকে এক হাজার আটশ’ ২৪টি ড্রোনের বহর দখল নেয় অলিম্পিক স্টেডিয়ামের উপরে থাকা আকাশের। প্রথমে ড্রোনগুলো ফুঁটিয়ে তোলে ২০২০ অলিম্পিক গেইমসের প্রতীক। এরপর আকাশের ক্যানভাসে ফুঁটিয়ে পৃথিবীর আকৃতি। সে সময় নেপথ্যে বেজেছে জন লেননের বিখ্যাত গান ‘ইম্যাজিন’। তবে, আসলটি নয়।
অলিম্পিকের আসরের কথা মাথায় রেখে গানটি বিশেষভাবে সাজিয়ে দিয়েছিলেন দ্য লায়ন কিংয়ের জন্য অস্কার জেতা সুরকার হ্যান্স জিমার। গোটা স্টেডিয়ামে শোনা গেছে সেটাই।