গেমারদের জন্য অত্যাধুনিক সেন্সর ও এনহ্যান্সড অ্যাকুরেসি ফিচারসহ বাজারে নতুন গেমিং মাউস নিয়ে এসেছে সুইজারল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক। লজিটেক জি প্রো ওয়্যারলেস মাউস নামে এটি বাজারে আনা হয়েছে। এটি লজিটেক জি প্রো ওয়্যারড মাউসের উন্নত ভার্সন এবং এতে অ্যাম্বিডেক্সট্রাস আকৃতি দেয়া হয়েছে।
লজিটেক জি প্রো হালকা ওজনের ওয়্যারলেস গেমিং মাউস। এর ওজন মাত্র ৮০ গ্রাম। এতে হিরো ২৫কে সেন্সর রয়েছে। এতে ১০০ থেকে ২৫ হাজার ৬০০ পর্যন্ত ডিপিআই নির্ধারণ করা যায়।
লজিটেকের তথ্যানুযায়ী, এ মাউসটি জিরো স্মুথিং, এক্সিলারেশন অথবা ফিল্টারিং ছাড়া এবং ৪০০ আইপিএস ট্র্যাকিং সুবিধাযুক্ত। উইন্ডোজ সেভেন ও তার পরবর্তী সংস্করণ এবং ম্যাক ওএস ১০.১১ ও তার পরবর্তী সব ভার্সনের ডিভাইসে এ মাউস ব্যবহার করা যাবে। এছাড়া ক্রোম ওএসের যেসব ডিভাইসে ইউএসবি রিসিভার আছে, সেখানেও এটি ব্যবহার করা যাবে।
লজিটেক জি প্রো ওয়্যারলেস গেমিং মাউসে ১ হাজার হার্টজ (১ এমএস) পোলিং রেট রয়েছে। সেই সঙ্গে এটি লজিটেকের লাইটস্পিড ওয়্যারলেস টেকনোলজিতে পরিচালিত। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে লজিটেক জি প্রো ওয়্যারলেস গেমিং মাউস আরজিবি লাইটিংসহ ৪৮ ঘণ্টার বেশি এবং লাইট বন্ধ অবস্থায় ৬০ ঘণ্টার বেশি ব্যাকআপ দিতে সক্ষম। যেসব মাউসে পিএমডব্লিউ৩৩৬৬ প্রসেসর রয়েছে, সেসবের তুলনায় এটি ১০ গুণ কম বিদ্যুৎ ব্যবহার করে থাকে। এ কারণে এটি দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির।
মাউসের আরজিবি লাইটিং ফিচারটি লাইটসিঙ্কের সঙ্গে কাজ করতে সক্ষম। এর মাধ্যমে গেম ড্রাইভার লাইটিং ইফেক্ট পরিবর্তন করা যায়। এতে পাওয়ারপ্লে ফিচার রয়েছে। অর্থাৎ পাওয়ারকোর পাকের মাধ্যমে এটিকে ওয়্যারলেস চার্জ দেয়া যাবে। ব্যবহারকারীরা মাউসের পাঁচটি প্রোফাইল পাবেন। ব্যবহার ও প্রয়োজনীয়তার ভিত্তিতে যে কেউ নির্দিষ্ট প্রোফাইল সিলেক্ট করে নিতে পারবেন। লজিটেক জি প্রো ওয়্যারলেস লাইটওয়েট গেমিং মাউসে পিটিএফই ফিট ফিচার রয়েছে। যার ফলে ২৫০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম। মাউসটির আকৃতি ১২৫–৬৩.৫–৪০ মিলিমিটার।
বাজারে কালো রঙে লজিটেক জি প্রো ওয়্যারলেস লাইটওয়েট গেমিং মাউসটি পাওয়া যাবে। এর বাজারমূল্য সাড়ে ১২ হাজার থেকে ১৭ হাজার টাকার মধ্যে।