কম্পিউটারের গেমারদের জন্য নতুন গ্রাফিকস চিপের বাজারজাত শুরু করেছে ইন্টেল। দীর্ঘদিন থেকে এ খাতে এনভিডিয়ার আধিপত্যের কারণে পিছিয়ে ছিল প্রযুক্তি জায়ান্টটি। বাজার ফিরে পেতেই নতুন গ্রাফিকস চিপ বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ইন্টেলের আর্ক গ্রাফিকস চিপ ভিডিও গেম ও অন্যান্য কনটেন্টকে আরো বাস্তবিকভাবে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। এ চিপ ইন্টেলের বহু বছরের গবেষণার ফল। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের আশা নতুন গ্রাফিকস চিপের মাধ্যমে ইন্টেল এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। সাম্প্রতিক অর্থবছরে এনভিডিয়ার গ্রাফিকস কার্ড বিক্রি ২৯ শতাংশ বেড়ে ৯৮০ কোটি ডলারে পৌঁছেছে।
গতকাল শুরু হওয়া কনজিউমার ইলেকট্রনিকস শোয়ে (সিইএস) ইন্টেল জানায়, তারা কম্পিউটার উৎপাদনকারীদের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে। এ চুক্তির আলোকে ইন্টেল ৫০টি ভিন্ন মডেলের চিপ উৎপাদন করবে। যেসব প্রতিষ্ঠান চিপ গ্রহণ করবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেল টেকনোলজিস, লেনোভো গ্রুপ লিমিটেড ও স্যামসাং ইলেকট্রনিকস।