সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি গেম বন্ধের রায় প্রত্যাহার চেয়ে আবেদন করেন পাবজির পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রক্সিমা বেটা পিটিই লিমিটেডে। কিন্ত আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে পাবজি খেলা বন্ধই থাকছে।
আজ বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ফলে পাবজিসহ ক্ষতিকারক সব অনলাইন গেম বন্ধের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিন আদালতে পাবজি চালুর পক্ষে ছিলেন ব্যারিস্টার সামির সাত্তার। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।
এর আগে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত বছরের ১৬ আগস্ট দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর ২৫ আগষ্ট এসব গেমস বন্ধের খবর আসে।
গত বছরের ২৪ জুন মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটটি করা হয়েছিল।