২০৩০ সালের মধ্যে দেশকে ই-গেমে পরিণত করতে ১৪২ বিলিয়ন রিয়াল (৩৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করার পরিকল্পনা করেছে সৌদি আরব, যা বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার পরিকল্পনার অংশ।
এর ফলে বিশ্বে ই-গেমের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে সৌদি আরব। এ অর্থ সেভি গেম ফান্ড নামে একটি তহবিলের মাধ্যমে দেওয়া হবে। গেম তৈরি এবং বিকাশে ৫০ বিলিয়ন রিয়াল এবং গেমিং সংস্থাগুলিকে আরও উন্নত করতে ৭০ বিলিয়ন রিয়াল ব্যয় করা হবে। এক বিবৃতিততে এই তথ্য জানিয়েছেন সৌদি সরকার।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্প্রতি দেশের জাতীয় গেমিং এবং ই-স্পোর্টস কৌশলের অংশ হিসেবে ২০৩০-এর মধ্যে বিকশিত ৩০টি প্রতিযোগিতামূলক গেম তৈরির করার কথা বলেন।
তেল-গ্যাসের পর সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে ই-গেম খাতে।