ভারতীয় রাজ্য গুজরাটের কিছু শহর যেমন- সুরাত এবং রাজকোটে পাবজি ব্যান করা হয়, তারপরে আরো অনেক ছোট বড় শহরে পাবজি ব্যান করা হয়েছে। কিন্তু ব্যাপারটা এখন আন্তর্জাতিক রুপ ধারন করছে, থমসন রয়টার্স — এর রিপোর্ট অনুসারে এই সপ্তাহে ইরাকের সংসদে পাবজি এবং ফোর্টনাইট ব্যান করার লক্ষে ভোট প্রদান করা হয়। পাবজি এবং ফোর্টনাইট তরুণ ও যুবকের স্বাস্থ্য, সংস্কৃতি, এবং নিরাপত্তার দিক থেকে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে ইরাকের মন্তব্য।
ইরাকের সরকার শুধু পাবজি ব্যান করায় নয়, এই টাইপের কোন ট্রানজেকশন ও যাতে না করতে পারে কেউ সেদিকেও নজর রাখা হবে। মানে ইরাকে ক্রেডিট কার্ড বা যেকোনো ভাবে পাবজি থেকে কোন কিছু কেনা যাবে না। এদিকে ১২ই এপ্রিল নেপালে ও পাবজি ব্যান করা হয়েছে। এমনকি নেপালে বর্তমানে পাবজি খেলা দণ্ডনীয় অপরাধ, ভিপিএন ব্যবহার করে পাবজি বাইপাস করাও নিষেধ!
পাবজি গেমটি দক্ষিণ কোরিয়ার Bluehole Inc নামক একটি ফার্ম তৈরি করে। এটা মূলত বেঁচে থাকার উপরে একটি যুদ্ধ মূলক গেম, যেখানে একটি দ্বিপে কয়েক গোন্ডা অনলাইন প্লেয়ার খেলা শুরু করে এবং একে অপরকে মারার চেষ্টা চালিয়ে যায়।