গেমস খেললে সময় নষ্ট হয়। তাই গেমস খেলতে শিশু-কিশোরদের বিরত রাখেন অভিভাবকরা। কিন্তু এখন আর সেই গেমসের বদৌলতেই হবে আয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সার্চ ইঞ্জিন গুগল দিচ্ছে এই সুযোগ। অ্যানড্রয়েড প্লে স্টোরে থাকা রিয়েল মানি গেমস খেললে মিলবে অর্থ।
ভারত, ব্রাজিলসহ একাধিক দেশে প্লে-স্টোরে রিয়েল মানি গেমস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গুগল। ভবিষ্যতে আরও অনেক দেশে রোল আউট করা হবে। গেম খেলে বা বাজি লাগিয়ে এই ধরনের অ্যাপ টাকা ইনকাম করা যায়।
টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর জুন মাস থেকে ভারত, ব্রাজিল, মেক্সিকো দেশে রিয়েল মানি গেমসের সংখ্যা বাড়াতে চলেছে। আগামীদিনে আরও অনেক দেশকে এই প্রোগ্রামের আওতায় আনা হবে। সেই সব দেশের গুগল প্লে-স্টোরে আগের থেকে বেশি মানি গেমস দেখতে পাবেন অ্যানড্রয়েড ব্যবহারকারীরা।
রিয়েল মানি গেমস কী?
নাম থেকেই আশাকরি বুঝতে পারছেন, যে গেম খেলে সত্যিকারের টাকা জিততে পারবেন ব্যবহারকারীরা। এই ধরনের গেমসে বাজি লাগিয়ে বা নানা রকম গেম খেলে আসল টাকা আয় করা যাবে। এই গেমগুলোর মধ্যেও আবার ভাগ রয়েছে। কিছু গেম ক্যাসিনো গেমস নামে পরিচিত, আবার কিছু ফ্যান্টাসি বা লটারি গেমস নামে পরিচিত। এই ধরনের গেমসের জন্য নির্দিষ্ট আইনও রয়েছে।
দিতে হবে সাবস্ক্রিপশন ফি
প্লে-স্টোরে রিয়েল মানি গেমসের জন্য সাবস্ক্রিপশন মডেল চালু করতে চলেছে সংস্থা। পাশাপাশি শুরু হবে ইন-অ্যাপ পারচেস। অর্থাৎ গেমটি খেলার জন্য বা ডাউনলোডের জন্য সাবস্ক্রিপশন নিতে হবে বা আলাদা করে টাকা খরচ করে কিনতে হবে। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি গুগল।
গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, নতুন পলিসি আপডেটের পাশাপাশি রিয়েল মানি গেমসের জন্য সার্ভিস ফি মডেল আনার উপরও কাজ হচ্ছে। আয় সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করার জন্য ডেভেলপারদের সঙ্গে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
২০২১ সালে প্লে-স্টোরে রিয়েল মানি গেমস অ্যাপ নিয়ে আসে গুগল। ২০২২ সালে ভারতে পাইলট প্রোজেক্টের মাধ্যমে শুরু হয় ফ্যান্টাসি স্পোর্টস এবং রামি স্পোর্টস। এই ধরনের অ্যাপকে অনুমতি দেয় গুগলও। অর্থাৎ এই ধরনের মানি গেমস অ্যাপ নিয়ে ইতিবাচক গুগল তা অনেকটাই স্পষ্ট।