কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত নতুন নন-প্লেয়ার ক্যারেক্টার (এনপিসি) যুক্ত হচ্ছে জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম পাবজিতে।
এ প্রযুক্তি এনভিডিয়া এসিই নামে একটি বিশেষ এআইয়ের মাধ্যমে কাজ করবে। এনপিসিকে ‘কো-প্লেয়েবল ক্যারেক্টার’ও বলা হয়। এগুলো প্লেয়ারদের সঙ্গে টিমমেট হিসেবে খেলবে ও ম্যাচ চলাকালে রিয়েল টাইম কথোপকথন করতে পারবে।
এআই ক্যারেক্টারগুলো প্রকৃত খেলোয়াড়ের সঙ্গে মানিয়ে নিজের স্ট্র্যাটেজিও বদলাবে। ব্যাটেল রয়্যালের প্রকাশক ক্রাফটন সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস-২০২৫ ইভেন্টে এ প্রযুক্তির ডেমো প্রদর্শন করে।