একটা সময় টেলিভিশনকে বোকা বাক্স বলা হত। পর্দায় অনর্গল সম্প্রচার ছাড়া সৃষ্টিশীল কোন কাজের সামর্থ্য না থাকায় সেই তকমা জুটেছিল এই প্রচার যন্ত্রের। কিন্তু প্রযুক্তির উৎকর্ষতায় সেই দিন পার করে এসেছে টেলিভিশন। শুধুমাত্র ক্যাবল আর স্যাটেলাইট সম্প্রচার নয়, এখনকার টিভিতে ইন্টারনেট সংযোগের সাহায্যে স্ট্রিমিংয়ের মাধ্যমে অনলাইন কন্টেন্টও দেখা যায় অনায়াসে। সেখানেই ক্ষান্ত থাকবে কেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এসব স্মার্ট টেলিভিশন দর্শকের পছন্দ ও মর্জি বুঝে সুপারিশ করে সংশ্লিষ্ট ঘরানার কন্টেন্ট।
স্মার্ট টিভির এই ফিচারকে অটোমেটিক কন্টেন্ট রিকগনিশন(এআরসি) বলা হয়। ক্যাবল, আকাশ সম্প্রচার, অনলাইন স্ট্রিমিং, ডিস্ক কিংবা মেমোরি স্টিক, যে মাধ্যমেই কন্টেন্ট উপভোগ করেন না কেন, এসব কন্টেন্টের চরিত্র বুঝে গ্রাহকের পছন্দ-অপছন্দের তথ্য ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয় থার্ড-পার্টি অ্যাড এজেন্সির কাছে। বিষয়টি অনেকেই হয়ত জানেন না এবং নিজের অগোচরে ব্যক্তিগত ইচ্ছার তথ্য আরেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে যাওয়ার ব্যাপারটি হয়ত অনেকেই পছন্দ করবেন না। এছাড়া টেলিভিশনের নানা সেটিং বদলে ফেলেও এর সমাধান হয়ত সম্ভব নয়।
তবে এই নিয়ে গ্রাহকের অবশ্য চিন্তার কিছু নেই, কারণ এই সমস্যারও কার্যকর সমাধান রয়েছে। গ্রাহকের ব্যক্তিগত চাহিদার তথ্যের উপর নজরদারি ও তা পাচার বন্ধ করার পদ্ধতিগত উপায় নিয়েই সাজানো হয়েছে এই আর্টিকেল।
ব্র্যান্ডভেদে বিভিন্ন স্মার্ট টিভি কোম্পানির এআরসি সেটিংস কিছুটা আলাদা। জনপ্রিয় কিছু ব্র্যান্ডের টেলিভিশনের এআরসি সেটিং বন্ধ করার প্রক্রিয়া ধাপে ধাপে উল্লেখ করা হলো।
এলজি: Settings মেন্যু থেকে Live Plus অপশনটি বন্ধ করে দিন।
নতুন মডেলের এলজি টিভির ক্ষেত্রে:
স্ক্রিনের উপরের দিকে ডান পাশে থাকা main menu এর Settings আইকনে ক্লিক করুন।
এরপর All Settings এ গিয়ে General অপশনটি বের করুন।
সেখানে থাকা অপশনগুলো স্ক্রল করে Live Plus অপশনটি বন্ধ করে দিন।
পুরনো মডেলের ক্ষেত্রে:
About this TV option এর নিচে থাকা User Agreements অপশনের অর্ন্তভূক্ত Terms of Use, Privacy Policy, Viewing information, and Personalized Advertising বন্ধ করে দিতে হবে।
সনি: সনি টিভির ক্ষেত্রে Interactive TV Settings অথবা Samba Interactive TV অপশনটি বন্ধ করার মাধ্যমে এই ফিচারটি নিস্ক্রিয় করা যায়।
সনি’র অ্যান্ড্রয়েড চালিত স্মার্ট টিভির ক্ষেত্রে:
Settings এ গিয়ে System Preferences অপশন থেকে ক্ষেত্রে Interactive TV Settings অথবা Samba Interactive TV সিলেক্ট করে ডিজেবল করে নিন।
পুরাতন সনির টিভির ক্ষেত্রে:
পুরনো সনি টিভির ক্ষেত্রে এআরসি বন্ধ করতে নিচের নির্দেশনাটি অনুসরণ করুন-
Settings -> Preferences-> Setup-> Network->Samba Interactive TV -> Settings -> disable.
স্যামসাং: স্যামসাং স্মার্ট টিভির এআরসি বন্ধ করতে Viewing Information Services নিস্ক্রিয় করতে হবে।
নতুন মডেলের স্যামসাং স্মার্ট টিভির ক্ষেত্রে:
Main menu থেকে Settings এ যান। সেখানে থাকা Support অপশনটি খুঁজে বের করুন এবং নিচের দিকে স্ক্রল করে Terms & Polices বের করুন। সেখান থেকে Viewing Information Service এবং Voice Recognition Services বন্ধ করে দিন।
পুরনো মডেলের স্যামসাং স্মার্ট-টিভির ক্ষেত্রে:
প্রথমে Settings এ যান। Support অপশন থেকে Terms & Polices খুঁজে বের করুন। এরপর SyncPlus এবং Voice Recognition Services অপশন বের করে নিস্ক্রিয় করে দিন।
দ্রষ্টব্য: Voice Recognition Services বন্ধ রাখলে টেলিভিশনের ভয়েস সংক্রান্ত অন্যান্য সার্ভিস বন্ধ হতে পারে।
শাওমি: চীনা ব্র্যান্ড শাওমি’র স্মার্ট টেলিভিশনের এআরসি বন্ধ করতে এর Settings অপশন থেকে User Agreement information এবং Help us improve our device নিস্ক্রিয় করে দিন।