উড়ো মেইল থেকে কেউ আপনাকে বিরক্ত করলে কিংবা প্রতারণার শিকার হলে তার আইপি অ্যাড্রেস দিয়ে তাকে আপনি শনাক্ত করতে পারবেন।
এটি করা কিছুটা সময় সাপেক্ষ। এ জন্য আপনাকে ধৈর্য ধরে পদক্ষেপ নিতে হবে।
ইন্টারনেট প্রটোকল বা আইপি হল ইন্টারনেটে যুক্ত প্রতিটি যন্ত্রের একটি নির্দিষ্ট ঠিকানা। এই ঠিকানা দিয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করেন।
এই ওয়েবসাইটে গিয়ে আপনি https://www.ip-adress.com/ নিজের আইপি ঠিকানা জানতে পারেন।
কম্পিউটার যুগের শুরুতে প্রত্যেকটি কম্পিউটারের আইপি ঠিকানা যেকেউ বুঝতে পারতেন। কিন্তু এখনকার দিনে সেটি সাধারণ মানুষের জন্য জানা কঠিন।
আপনি যে ওয়াইফাই ব্যবহার করেন সেটি অন্যের সঙ্গে শেয়ার করলে ফেঁসে যেতে পারেন। যার সঙ্গে নেট শেয়ার করছেন, তিনি কোনো অপরাধ করলে নিরাপত্তা বাহিনী আপনার রাউটারের আইপি বের করে আপনার বাসায় চলে আসবে।
সেটি কীভাবে: আপনার আইপি ঠিকানা কেউ জানতে পারলে https://www.whoismyisp.org/ এই ঠিকানা থেকে আপনার আইএসপি ঠিকানা জানা সম্ভব। তাদের কাছে গেলেই তারা আপনার অবস্থান, নাম-ঠিকানা সব বলে দিতে পারবে।
আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট ব্যবহার করছেন, এটি তাদের ঠিকানা। whoismyisp.org ওয়েবসাইটে ক্লিক করে একটু নিচের দিকে Find ISP নামের একটি সার্চ বক্স পাওয়া যাবে। সেখানে আইপি দিয়ে ক্লিক করলেই প্রতিষ্ঠানের বিস্তারিত চলে আসবে।
এখন প্রশ্ন হল আপনি অন্য ব্যবহারকারীর আইপি ঠিকানা কীভাবে বের করবেন।
ফেসবুক থেকে কেউ বিরক্ত করলে তার আইপি ঠিকানা আপনি বের করতে পারবেন না। এটা প্রশাসন পারবে। তবে ফেক মেইলের আইপি জানা সম্ভব, যদি তিনি ভিপিএন না ব্যবহার করেন।
ভিপিএন এমন একটি সার্ভিস যেটি আপনার ইন্টারনেট কানেকশন লোকেশনকে অন্য একটি লোকেশনে দেখায়। অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে ফেসবুক ব্যবহার করেন, তবে সেটি অন্য কোনো শহরে দেখাবে।
মেইল থেকে আইপি ঠিকানা জানার উপায়: মেইলে ক্লিক করে একদম বাদিকে Reply অপশনের পাশে তিনটি ডট চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে ১১ নম্বর অপশনে ‘Show original’ অপশন পাবেন। এখানে ক্লিক করে ছয় নম্বর অপশনে আইপি ঠিকানা পাবেন।
আইপি ঠিকানা দিয়ে দূরত্ব নির্ণয়: দুটি আইপি ঠিকানার দূরত্ব বের করতে www.ip-adress.com/ipaddressdistance ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। নিচে বাঁ পাশে IP Address or Host No.1: -এ দেখবেন আপনার আইপি ঠিকানা দেওয়া আছে। IP Address or Host No.2: -এ অন্য আইপি ঠিকানা দিয়ে Show Distance বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার আইপি ঠিকানা থেকে অন্য আইপি ঠিকানাটি কত মাইল দূরত্বে অবস্থিত, তার কাছে পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে, গাড়িতে যেতে কত সময় লাগবে, বিমানে যেতে কত সময় লাগবে ইত্যাদি দেখাচ্ছে। এবং ডান পাশে একটি মানচিত্রের সাহায্যে দেখতে পাবেন দুটি আইপির অবস্থান এবং দূরত্ব কত।
মনে রাখবেন আইপি ঠিকানার অবস্থান বলতে কোন সার্ভিস প্রোভাইডার (আইএসপি) থেকে আইপি ঠিকানাটির সার্ভিস দেওয়া হচ্ছে, সেই সার্ভিস প্রোভাইডারের অবস্থানকে নির্দেশ করে।