কম্পিউটারে দ্রুত কাজ করতে গেলে মাউস দিয়ে কাজ করাটা মাঝে মাঝেই বিরক্তিকর মনে হয়। তাড়াহুড়ো করে এক অপশনের জায়গায় অন্য অপশনে ক্লিক পড়ে যায়। এরপরই পরতে হয় ভোগান্তিতে। চলুন কাজকে সহজ করতে ও কাজের গতি বাড়াতে মাইক্রোসফট বা এমএস অফিসের শর্টকাটগুলো জেনে নেই–
এডিট মেনুর জন্য – Alt + E
ফাইল মেনুর জন্য – Alt + F
ভিউ মেনুর জন্য – Alt + V
সকল টেক্সট সিলেক্ট করার জন্য – Ctrl + A
সিলেক্টেড টেক্সট বোল্ড করার জন্য – Ctrl + B
টেক্সট কপি করার জন্য – Ctrl + C
টেক্সট খোঁজার জন্য – Ctrl + F
টেক্সট ফাইন্ড এবং রিপ্লেস করার জন্য – Ctrl + H
সিলেক্টেড টেক্সট ইটালিক করার জন্য – Ctrl + I
নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য –Ctrl + N
সংরক্ষিত ফাইল ওপেন করার জন্য – Ctrl + O
ডকুমেন্ট প্রিন্ট করার জন্য – Ctrl + P
ফাইল সেভ করার জন্য – Ctrl + S
টেক্সট পেস্ট করার জন্য – Ctrl + V
সিলেক্টেড টেক্সট আন্ডার লাইন করার জন্য – Ctrl + U
টেক্সট কাট করার জন্য – Ctrl + X
টেক্সটকে রিডু করার জন্য – Ctrl + Y
টেক্সটকে আনডু করার জন্য – Ctrl + Z
সিলেক্টেড টেক্সট সাবস্ক্রিপ্ট করার জন্য – Ctrl + =
সিলেক্টেড টেক্সট সুপারস্ক্রিপ্ট করার জন্য – Ctrl + Shift + =
চলতি লাইনের প্রথমে যাওয়ার জন্য – Home
চলতি লাইনের শেষে যাওয়ার জন্য – End
কারসরের এক ঘর উপরে যাওয়ার জন্য – Up Arrow
কারসরের এক ঘর নিচে যাওয়ার জন্য – Down Arrow
টেক্সট এর বামে অথবা পূর্বের লাইনের শেষে যাওয়ার জন্য – Left Arrow
টেক্সটের ডানে অথবা পরের লাইনের শুরুতে যাওয়ার জন্য – Right Arrow
এক ফ্রেম নিচে যাওয়ার জন্য – Page Down
এক ফ্রেম উপরে যাওয়ার জন্য – Page Up
লাইন ব্রেকের প্রথমে যাওয়ার জন্য – Ctrl + Up Arrow
লাইন ব্রেকের শেষে যাওয়ার জন্য – Ctrl + Down Arrow
ডকুমেন্টের প্রথমে যাওয়ার জন্য – Ctrl + Home
ডকুমেন্টের শেষে যাওয়ার জন্য – Ctrl + End
পূর্বের শব্দের প্রথমে যাওয়ার জন্য – Ctrl + Left Arrow
পরের শব্দের শুরুতে যাওয়ার জন্য – Ctrl + Right Arrow
কারসর এবং ডকুমেন্টের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য – Shift + Ctrl + Home
কারসর থেকে ডকুমেন্টের শেষ পর্যন্ত টেক্সট সিলেক্ট করার জন্য – Shift + Ctrl + End
পারাগ্রাফ বামে সিলেক্ট করার জন্য – Shift + Ctrl + Up
পারাগ্রাফ ডানে সিলেক্ট করার জন্য – Shift + Ctrl + Down
বামে শব্দ সিলেক্ট করার জন্য – Shift + Ctrl + Left
ডানে শব্দ সিলেক্ট করার জন্য– Shift + Ctrl + Right
কারসর এবং চলতি লাইনের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য – Shift + Home
কারসর এবং চলতি লাইনের শেষ থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য – Shift + End
কারসর পয়েন্ট থেকে এর উপরে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য – Shift + Page Up
কারসর পয়েন্ট থেকে এর নিচেখুঁজে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য – Shift + Page Down
লাইনের বামে সিলেক্ট করার জন্য – Shift + Left Arrow
লাইনের নিচের ওয়ার্ড সিলেক্ট করার জন্য – Shift + Down Arrow
লাইনের ডানে সিলেক্ট করার জন্য – Shift + Right Arrow
লাইনের উপরের ওয়ার্ড সিলেক্ট করার জন্য – Shift + Up Arrow