সমস্ত উৎসবেই ক্যামেরার একটা গুরুপূর্ণ ভূমিকা থাকে। কারণ আমরা চেষ্টা করি এই আনন্দময় মুহূর্তেকে ধরে রাখতে। ছবি ওঠানোর জন্য আমরা এখন স্মার্টফোন কেই বেশি প্রাধান্য দেই। কারণ সবার পক্ষে ডিএসএলআর কেনা সম্ভব হয়না। আবার বাজেট ফোনগুলো দুর্দান্ত ছবি ক্লিক করে দেয়। স্মার্টফোন হোক বা ডিএসএলআর, সবসময় পারফেক্ট ছবি নেওয়ার জন্য আমাদের বিশেষ কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। আসুন জেনে নিই কিভাবে আপনি এই উৎসবের সময়ে পারফেক্ট ফটোগ্রাফার হবেন।
ট্রিকগুলো মানলেই হবেন পারফেক্ট ফটোগ্রাফার :
১ . আপনি যদি লাইটের ছবি তুলতে চান তবে একটি ট্রাইপড বা সেলফ-টাইমার ফিচার ব্যবহার করুন। কারণ এতে ক্যামেরা কাঁপবে না।
২ . আপনি যদি ছবি তোলার সময় নাইট মোড ফিচার ব্যবহার করেন তবে আপনার ছবিটি বেশ ভাল হবে।
৩ . কোনও ছবি ক্লিক করতে খুব বেশি জুম করবেন না। এর ফলে ছবির রেজুলেশন খারাপ হয় এবং ছবির মানও খারাপ হয়।
৪ . আপনি আরও স্পষ্ট ছবির জন্য ম্যানুয়ালি এক্সপোজার কমাতে পারেন। এতে আরও সুন্দর ছবি আসে।
৫ . আপনি যদি গ্রুপ ফটো তোলেন তাহলে সবাই অর্ধবৃত্তকারে দাঁড়িয়ে থাকলে আরো ভালো ছবি আসবে।
৬ . আপনার যদি কোনও বড়ো জায়গার ছবি তুলতে হয় তবে ল্যান্ডস্কেপ মোড ব্যবহার করুন।
৭ . যে কোনও প্রদীপ বা লাইটের ছবি তোলার সময় আলোর বিশেষ যত্ন নিন।
৮ . ক্যান্ডিড শট বা সেলফি নেওয়ার জন্য, পোর্ট্রেট মোড এবং ব্যাকগ্রাউন্ড বোকেহ এফেক্টে ব্যবহার করুন।
৯ . আপনি যদি একটি ছবিতে আরও দৃশ্য ক্যাপচার করতে চান তবে ওয়াইড এঙ্গেল লেন্স ব্যবহার করুন।