স্মার্টফোনের মার্কেটে এখন বিভিন্ন ধরণের স্মার্টফোন পাওয়া যায়। এর মধ্যে চীনা স্মার্টফোন কোম্পানি যেমন শাওমি, অপো, ওয়ানপ্লাস, ভিভো, হুয়াওয়ে এর ফোনগুলো বেশি জনপ্রিয়।
জনপ্রিয়তার কারণে বিভিন্ন ভুয়ো স্মার্টফোন কোম্পানি শাওমি,ভিভোর নাম দিয়ে মোবাইল মার্কেটে ছাড়ে।
আবার অনেকে অনলাইন থেকে ফোন কেনেন। এইসব ক্ষেত্রে নকল ফোন কেনার সম্ভাবনা বেশি থাকে। আজ আমরা আপনাদেরকে কিছু ট্রিক বলবো,যেগুলোর সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনার ফোন আসল নাকি নকল।
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন একটি নতুন পরিষেবা চালু করেছে যার সাহায্যে আপনি বুঝতে পারবেন কোন ফোন আসল আর কোন ফোন নকল। এরজন্য আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে। আবার অ্যাপের সাহায্যেও আপনি জানতে পারেন। আপনাকে ফোনের মডেল নাম্বার ,ব্র্যান্ডের নাম ইত্যাদি জানিয়ে দেওয়া হবে।
কোথায় এবং কিভাবে মেসেজ করবেন ?
মেসেজের সাহায্যে জানতে চাইলে আপনাকে KYD লিখে স্পেস দিতে হবে। এরপর ফোনের ১৫ সংখ্যার IMEI নাম্বার লিখতে হবে। এটাকে পাঠিয়ে দিতে হবে ১৪৪২২ নাম্বারে।
যেমন – KYD 123456789123456 ।
ফোনের IMEI নাম্বার কিভাবে পাবেন ?
আপনার ফোনের IMEI নাম্বার ফোনের সেটিং এ গিয়ে About Phone অপশনে পেতে পারেন।অথবা *#০৬# ডায়েল করলে IMEI নাম্বার স্ক্রিনে ভেসে উঠবে ।
অ্যাপের সাহায্যে কিভাবে জানবেন ?
১. এরজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে Know Your Mobile অ্যাপ ডাউনলোড করতে হবে।
২. এরপর আপনার ফোনের IMEI নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।
৩. এরপরেই আপনার ফোন সম্পর্কীয় যাবতীয় স্ক্রিনে চলে আসবে।