সাধারণ যে কোনো এলইডি টিভিকে স্মার্ট টিভি বানানোর ডিভাইস আনছে শাওমি। এই ডিভাইসের নাম মি বক্স এস। এই ডিভাইসের মাধ্যমে সহজেই যে কোন টিভিকে অ্যানড্রয়েড টিভি বানিয়ে ফেলা সম্ভব।
সম্প্রতি টুইটারে কোম্পানির প্রধান মনু কুমার জৈন একটি ভিডিও টিজার পোস্ট করেছেন। সেখানে জানানো হয়েছে ২০২০ সালেও নিজের টিভি আপগ্রেড করার ইচ্ছা না থাকলে সমাধান নিয়ে আসছে শাওমি।
চলতি বছর জানুয়ারিতে ১ জিবি র্যাম ও ৪ জিবি স্টোরেজ চীনে লঞ্চ হয়েছিল মি বক্স ফোর এসই। এছাড়াও বাজারে রয়েছে মি বক্স ফোর, মি বক্স এস। এই প্রোডাক্টগুলি ব্যবহার করে যে কোন সাধারণ টিভিকে স্মার্ট টিভি বানিয়ে ফেলা যাবে।
এছাড়াও শাওমি গ্রাহকদের জন্য মি টিভি স্টিক ছেড়েছে। এটি ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে।
এই দুই স্ট্রিমিং ডিভাইসের সঙ্গেই থাকবে ব্লুটুথ রিমোট। থাকছে ফোরকে ভিডিও প্লে ব্যাক সাপোর্ট।