সারা দিন ইচ্ছামতো ল্যাপটপের ব্যবহার না করে কিছু কৌশল অবলম্বন করে ল্যাপটপের ব্যাটারি অনেক দিন ভাল রাখা যায়। পাশাপাশি এক চার্জে বেশিক্ষণও চালানো যায়।
স্ক্রিন সেটিং: ল্যাপটপ ব্যাটারির জন্য গুরুত্বপূর্ণ অংশ স্ক্রিনের ব্রাইট।
যতটা সম্ভব ব্রাইটনেস কমিয়ে রাখুন। চোখের জন্য যতটুকু সুবিধা হয়, ততটুকুই ব্যবহার করুন।
ব্যাটারি সেভার: উইন্ডোজ ব্যবহার করলে আরেকটি ট্রিকস ব্যবহার করতে পারেন। এতে বিশেষ ব্যাটারি সেভার আছে। লেভেল কমে গেলে আপনা-আপনি ব্রাইটনেস সেট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের চাপ কমে যাবে।
এটি করতে ব্যাটারি আইকনে (যেখানে চার্জ দেখায়) ক্লিক করুন। এবার ‘Battery settings’ অপশন পাবেন। এখানে ব্যাটারি সেভার অপশন থেকে লিমিট নির্ধারণ করতে হবে। আপনার নির্ধারণ অনুযায়ী চার্জে এসে ল্যাপটপ চার্জ সংরক্ষণ শুরু করবে। এটির পাশাপাশি ডার্কমোড থাকলে চালু রাখতে পারেন।
চাপ কমান: ল্যাপটপে যত বেশি প্রোগ্রাম ব্যবহার করবেন, তত বেশি ক্ষতি হবে। চার্জ দেয়ার সুযোগ কম থাকলে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করে দিন। ল্যাপটপে গেম কিংবা ভিডিও এডিটরের মতো প্রোগ্রাম না থাকলে ব্যাটারি বেশিক্ষণ ব্যবহার করা যায়।
এক চার্জে বেশিক্ষণ ল্যাপটপ ব্যবহার করতে চাইলে ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সাইট দেখা বন্ধ করুন।
ব্যাটারির যত্ন নিন: অতিরিক্ত গরম-ঠাণ্ডা পরিবেশে ল্যাপটপ রাখবেন না। এক সঙ্গে অতিরিক্ত প্রোগ্রাম অন রাখবেন না। তাতে বেশি তাপ উৎপন্ন হয়।
সব সময় চার্জার লাগিয়ে রাখবেন না। শতভাগ চার্জ হয়ে গেলে খুলে ফেলুন।
ইউএসবির মাধ্যমে ল্যাপটপে যুক্ত করা এক্সটারনাল পণ্য ল্যাপটপের ব্যাটারি থেকে চার্জ গ্রহণ করে। ব্যাটারির আয়ু বাড়াতে কাজ শেষ হলেই এক্সটারনাল ডিভাইসগুলো সরিয়ে ফেলুন।
ল্যাপটপ অতিরিক্ত গরম হলে এর ভেতরের পাখা দ্রুত ঘুরতে থাকে, যা ব্যাটারি থেকে অতিরিক্ত চার্জ ব্যবহার করে। তাই ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে ল্যাপটপ কুলার ব্যবহার করতে পারেন।