জুম অ্যাপ সুরক্ষিত নয়। অ্যাপটির নিরাপত্তা নিয়ে অনেকে দেশেই প্রশ্ন উঠেছে। কিন্তু তারপরও দেশে দেশে ব্যবহৃত হচ্ছে জুম অ্যাপ।
আপনি যদি এখনও ব্যবহার করেন জুম অ্যাপ তাহলে কীভাবে আপনার মিটিং বা আড্ডার গোপনীয়তা বজায় রাখবেন তা জেনে নিন।
মিটিংএর জন্য ব্যক্তিগত আইডি ব্যবহার করা একটি সাধারণ ভুল। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত আইডি ডিসেবল করুন। এলোমেলো ভাবে যে আইডি তৈরি হয় মিটিংএর ক্ষেত্রে সেটি ব্যবহার করুন।
এর মধ্যে কোনও এলোমেলো বাধা বা জুম বম্বিং এড়াতে মিটিংয়ে যোগ দিতে সর্বদা একটি পাসওয়ার্ড সেট করুন।
সেটিংস মেনুতে গিয়ে ডিফল্টভাবে ওয়েটিং রুমটি চালু করুন। তাহলে সঞ্চালক প্রবেশ করতে না দিলে কেউ আপনার মিটিং বিনা নেমন্তন্নে ঢুকে পরতে পারবে না। এমনকি মিটিংয়ের আগে, জুম আপনাকে উপস্থিতদের সম্পর্কে অবহিত করবে।