ওয়াইফাই রাউটার আপনি চাইলেও ঘরের এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে পারবেন না । এর বিকল্প উৎস হিসেবে অনেকে পকেট ওয়াইফাই রাউটার কে বেছে নিয়েছেন। তবে পকেট ওয়াইফাই রাউটারের ডাটার মূল উৎস সেলুলার ডাটা৷ এবং বাংলাদেশের সেলুলার ডাটার যে আকাশচুম্বী দাম সেটা বলার অপেক্ষা রাখে না । সুতরাং অনেকে বাধ্য হয়ে ব্রডব্যান্ড লাইন সেবা ভোগ করে যাচ্ছে৷
এখন তিন এন্টিনা রাউটার গুলোর যে আকাশচুম্বী দাম সেই বিষয়ে আমাদের কারোরই কোন সংসয় থাকার কথা না । এবং সেই কারণে অনেকে ২ অথবা এক এন্টেনা রাউটার ব্যবহার করে৷ কিন্তু পরক্ষণে যখন এসে দেখে যে ইন্টারনেট স্পিড খুবই দুর্বল, তখন মনে হয় যে আসলেই সস্তার বারো অবস্থা৷
সাধারণত এক এন্টিনা এবং দুই এন্টিনার রাউটার গুলোতেও ওয়াইফাই কভারেজ খুব কম দেখায়৷ এতোটাই কম যে ঘরের ভেতরে অনেক সময় সিগন্যাল খুবই দুর্বল দেখায়৷
এবং এর ভালো এবং যুগোপযোগী সমাধান ওয়াইফাই রিপিটার।
ওয়াইফাই রিপিটার কি?
ওয়াইফাই রিপিটার মূলত একটি আইসিটি যন্ত্রাংশ যেটি ব্যবহার করে দুর্বল ওয়াইফাই সিগন্যাল এর কভারেজ বাড়িয়ে দেওয়া যায়৷
এটি একটি ছোটো যন্ত্রাংশ যা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়৷ এবং ইন্সটলেশন এর কোন ঝামেলা নেই কেবলমাত্র প্লাগিন করলেই হয়৷
ওয়াইফাই রিপিটার দিয়ে কিভাবে ইন্সটল করবো বা প্লাগিন করবো?
যে কোম্পানির রিপিটারই ব্যবহার করুন না কেন, সব ক্ষেত্রে ইনস্টলেশন এবং সেটাপের নিয়ম প্রায় একই রকম৷ কিছু ব্যাতিক্রম থাকতে পারে৷ তবে মূল বিষয়টি বুঝে গেলে বাকি গুলো বুঝতে বেশী সমস্যা হবে না৷
প্রথমে রিপিটারকে ঘরের অথবা আপনার বাসার এমন একটি জায়গায় ইন্সটল করুন যেখানে ওয়াইফাই সিগন্যাল আছে কিন্তু স্পিড খুবই দুর্বল। রিপিটার এর গায়ে দেখুন একটি ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজারনেম দেওয়া রয়েছে৷ সেটির দিয়ে আপনি আপনার ব্রাউজারে আইপি অ্যাড্রেস ব্রাউজ করে প্রবেশ করুন অতঃপর আপনার রাউটারের এস এস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে ফেলুন। না বুঝে থাকলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন ইউটিউবে৷
ব্যাস! এখন আপনার সারা বাসা অথবা ঘরে সমান ভাবে ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন।
সাধারণ ওয়াইফাই রাউটার গুলো কোন ধরনের অবস্ট্যাকল সম্মুখীন হলে ঠিক ঠাক মত কাজ করতে পারে না৷ কিন্তু কোন রিপিটার ব্যবহার করে যদি আপনি ইন্টারনেট ব্যাবহার করেন তাহলে যেকোনো ধরনের অবস্ট্যাকল অতিক্রম করতে সক্ষম হবে৷
এটি হচ্ছে ওয়াইফাই রিপিটার এর একটি অন্যতম বৈশিষ্ট্য
ওয়াইফাই রিপিটার এর কি কোনো বিকল্প রয়েছে?
দুইটি ওয়াইফাই রাউটারের একটি রাউটার এবং অপরটি রিপিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে৷ তবে সেই ক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে৷ তবে আরেকটি উপায়ও রয়েছে সেটি হচ্ছে এক্সটেন্ডার৷
এক্সটেন্ডার এবং সাধারন ওয়াইফাই রাউটারের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে৷ একটি তারযুক্ত এবং অপরটি তারবিহীন৷ তবে এই দুইটি ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । কিন্তু তারপরেও ওয়াইফাই রিপিটার এর চেয়ে ওয়াইফাই এক্সটেন্ডারের জনপ্রিয়তা তুলনামূলক কম৷ আপনার মনে হতে পারে যে একটিতে তার ব্যবহার করা হয় এবং অপরটিতে তার ব্যবহার করা হয় না, সে কারণেই ওয়ারলেস রিপিটার এর জনপ্রিয়তা বেশি৷ আপনার ধারনাটি সম্পুর্ন ভুল, সে বলা যাবে না৷
তবে ওয়াইফাই এক্সটেন্ডেড ব্যবহারের বেশ কিছু ঝামেলা রয়েছে৷ যেহেতু একটি তারের মাধ্যমে সরাসরি রাউটার থেকে ইন্টারনেট বহন করে নিয়ে আসে সুতরাং এক্সটেন্ডারের স্পিডও ১০০% ই থাকে৷ কিন্তু এটি যখন আপনার ডিভাইসে ওয়াইফাই ব্রডকাস্ট করবে ঠিক সেই সময় ৫০ পার্সেন্ট কানেকশন লস হবে৷ অর্থাৎ ওয়াইফাই রাউটার থেকে যে পরিমাণ কানেকশন দেওয়া হচ্ছে তার মাত্র ৫০ শতাংশ আপনি পাবেন৷ এবং সে কারণে কেউ ওয়াইফাই এক্সটেন্ডেড ব্যবহার করে না । তবে ওয়াইফাই রিপিটারের তুলনায় ওয়াইফাই এক্সটেন্ডেড দাম তুলনামূলক কম।