বর্তমানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্য সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এদেশের ডিজিটাল নাগরিকরা। আপনিও যদি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান তাহলে আপনি চাইলেই কোডিং শিখে কাজে লেগে যেতে পারেন। এখন প্রযুক্তির সুবাদে কোডিং শিখতে কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যেতে হয় না একটু ইন্টারনেট ঘেটেই মাস খানেকের মধ্যেই শিখে নিতে পারেন কডিং আর তারপরে কাজেও লাগাতে পারেন। তবে আপনার মনে হতে পারে যে আপনাকে ঠিক শেখাবে কে আর আপনি যে কোডিং করতে পারেন সেটাই বা মানুষ জানবে কিভাবে?আর এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির করা হয়েছে এই লেখা।
চলুন যেনে নেই কিভাবে আপনি বিনামূল্যে কোডিং শিখে আবার সাথে সার্টিফিকেটও নিতে পারবেন।
সবার আগে নির্বাচন করতে হবে যে আপনি কোডিং শিখে কী করতে চান বা আপনি কোডিং কেন শিখছেন।তাহলেই আপনি স্টহিক পথ ধরে এগোতে পারবেন।তারপরে ঠিক করুন যে আপনি আপনার লক্ষ্য কিভাবে অর্জন করবেন।যেমন যদি আপনি শুধু জানতে চান যে কোডিং কী আর এর ভেতরে কী আছে তাহলে আপনি চোখ বুজে পাইথন শেখা শুরু করে দিন আর ওয়েবসাইট বানাতে হলে এইচটিএমএল শেখা শুরু করে দিন আর যদি বুঝতে না পারেন ওয়েব ডেভেলপার কিভাবে হতে পারবেন তাহলে এইখানে গিয়ে পড়ে ফেলতে পারেন একজন ওয়েব ডেভেলপার হওয়ার গাইডলাইন। এবার আপনি শেখা শুরু করুন।কিভাবে করবেন?সবার আগে freecodecamp.org থেকে আপনি কী শিখতে চান সেটা শিখে নিন।
এই ফ্রি কোড ক্যাম্পে আপনাকে বেশ কয়েকটা চ্যালেঞ্জের মাধ্যমে শেখানো হবে তাই শেখার সাথে সাথে চর্চাও হয়ে যাবে।আর যখন কোন একটা কোর্স সম্পূর্ণ শেষ করবেন তখন প্রায় সপ্তাহ খানেক সময় ধরে সেগুলো চর্চা করুন আর সবশেষে তাদের সেই কোর্সের যে সার্টিফিকেশান চ্যালেঞ্জ ছিলো সেগুলো শেষ করুন। যদি আপনার সাবমিশান বেশ ভাল হয় তবে ফ্রি কোড ক্যাম্পের এক্সিকিউটিভ ডিরেক্টরের সই সহ একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। তাই কোন দৌড় ঝাপ নেই, টাকা খরচের বিষয় নেই আর সার্টিফকেটও পাওয়া যাবে।তাহলে নেবেন না কেন?ফ্রিতে দিচ্ছে আবার মানও ভাল।তাই আজকে এখনই দেশকে উন্নতির দিকে ধাবিত করতে কোডিং শিখে সার্টিফিকেট নিয়ে কাজে লেগে পড়ুন।