কম্পিউটার বা ল্যাপটপ আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি তাই না? আর আমাদের অধিকাংশই অনেক সময় অনেক ফাইল ডিলিট করে থাকি আবার কখনো হার্ড ডিস্কের কোন ড্রাইভ ফরম্যাট করে থাকি। কিন্তু অনেকের হার্ড ডিস্ক ম্যালওয়্যারের দ্বারা সংক্রমিত হওয়ার ফলে ক্র্যাশ করে। আর যাদের হার্ড ডিস্ক ক্র্যাশ করেছে তারা বেশ ভাল করেই জানে হার্ড ডিস্ক ক্র্যাশ করলে কেমন লাগে। অনেকে এতদিন ভেবে এসেছেন যে হার্ড ডিস্ক ফরম্যাট/ক্র্যশ করলে বা ফাইল পার্মানেন্টলি ডিলিট করে দিলে আর রিকোভার করা যায় না। কিন্তু আসলে এই ধারণাটি ভুল। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে বিনামূল্যেই আপনি হার্ড ডিস্কের ফাইল রিকোভার করতে পারবেন।
সবার আগে Recuva রিকোভারি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এখানে আপনাকে প্রিমিয়াম ডাউনলোড করতে বলতে পারে কিন্তু এই কাজের জন্য আপনার প্রিমিয়াম সেবা না হলেও চলবে। এইবার রিকুভা সফটওয়্যারকে ওপেন ক্রুন। আপনার কাছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পার্মিশান চাইতে পারে, আপনি তাকে অনুমতি দিয়ে দিন। এইবার একটা ডায়ালগ বক্স আসবে। এখানে নেক্সট ক্লিক করে নিচে কাস্টম লোকেশান সিলেক্ট করুন। এর পরে নেক্সট দিলে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেওন ফাইল রিকোভার করতে চাচ্ছে। আপনার সুবিধা অনুযায়ী সঠিকটা সিলেক্ট করুন। এবার নেক্সট দিয়ে ডিপ স্ক্যানের বক্সে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিন। এবার শুধু কিছু সময় লাগবে আপনার ফাইলগুলো স্ক্যান হয়ে রিকোভার হতে। স্ক্যান শেষ হলে আপনি যে ফাইলগুলো রিকোভার করতে চান সেগুলো সিলেক্ট করে রিকোভার করুন।
তাই যদি হার্ড ডিস্ক ফরম্যাট/ক্র্যাশ হয়ে যায় তাহলে আপনি কিছু সময়ের মধ্যেই আগের ফাইলগুলি ফিরে পেতে পারেন।