বর্তমানে কিন্তু স্মার্টফোন কোন বিলাস পন্য নয়৷ বরং এটি আর দশটা প্রয়োজনীয় জিনিসের মত একটি৷একটি স্মার্ট ফোন দিয়ে আপনি কেবল মাত্র আপনার দৈনন্দিন কাজ করবেন না, তার পাশাপাশি একটি স্মার্টফোনের মাধ্যমে আপনার পার্সোনালিটি এবং আপনার রুচির বহিঃপ্রকাশ হবে৷
বর্তমানে স্মার্টফোন বাজারে এসে গেছে বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন ফিচাররস সম্পন্ন স্মার্টফোন। আর সে কারণেই অনেক সময় আমাদের স্মার্টফোন বেছে নিতে দ্বিধায় পড়তে হয়৷
সেই কারণে, এই আর্টিকেলে আপনাদের সাথে এমন কিছুবিষয় নিয়ে আলোচনা করা হবে যেগুলো মাথায় রাখলে আপনার কাঙ্খিত স্মার্টফোনটি নির্বাচিত করতে বেশি ঝামেলার মধ্যে পড়তে হবে না৷
একটি স্মার্টফোন কিনতে হলে সর্বপ্রথম চারটি বিষয়ের উপর বেশি নজর রাখতে হয়৷
১.ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
২. ক্যামেরা
৩.পারফরম্যান্স
৪ ব্যাটারি
১.ডিজাইন:
বর্তমান সময়ে একটি স্মার্টফোনের ডিজাইন খুব গুরুত্ব বহন করে৷ স্মার্টফোনের ডিজাইনের ওপর স্মার্টফোনের কাঠামো নির্ভর করে৷ এবং তার পাশাপাশি নির্ভর করে ব্যবহারকারীর রুচি৷
মনে রাখবেন একটি স্মার্ট ফোন ক্রয় করার পর সেটি আপনাকে অনেক দিন অব্দি ব্যবহার করতে হবে৷ আপনি হয়তো এই স্মার্টফোন নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন৷ হয়তো বন্ধু মহলের যাবেন, না হয় আত্মীয়স্বজনদের মধ্যে যাবেন৷ তখন কিন্তু আপনার স্মার্টফোন আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটাবে৷ ঠিক যেমনটা ঘটিয়ে থাকে আপনার পোশাক, পরিচ্ছদ।
দ্বিতীয়তঃ এ বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে
২.ফোনের ক্যামেরা:
একটা ফোন কতটুকু কোয়ালিটি সম্পন্ন সেটা কিন্তু নির্ভর করে সেই ফোনের ক্যামেরার ওপর৷ ক্যামেরা যতটুকু ভালো হবে ফোনটিও ততটাই কোয়ালিটি সম্পন্ন হবে৷
এছাড়াও বর্তমান সময় ফোনে কথা বলার পাশাপাশি ফোনের ক্যামেরা ও কিন্তু মূল ফিচারস এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়৷
৩য় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ফোনের পারফরম্যান্স:
ফোনের পারফরম্যান্স বলতে বোঝায় ফোনের রেম রোম এবং ফোনের প্রসেসর এর পারফরম্যান্স কে।
ফোনের রেম, রোম যত বেশি হবে আপনার ফোনে ঠিক ততটুকুই সক্রিয়ভাবে কাজ করবে৷ অনেক সময় আমরা কেবল মাত্র গেম খেলার জন্য স্মার্ট ফোন ক্রয় করি৷ সে ক্ষেত্রে কিন্তু প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার প্রথমে লক্ষ্য রাখতে হবে আমি যে ফোনটি ক্রয় করছি সেই ফোনের প্রসেসরটি আদৌ কোন গেমিং প্রসেসর কিনা?
কেবলমাত্র ফোনের দাম বেশি হলে যে প্রসেসর ভালো হবে ব্যাপারটা কিন্তু তা নয়৷ অনেক লো বাজেটের ফোনেও কিন্তু গেমিং প্রসেসর যথেষ্ট ভাল হয়৷
এর পর ব্যাপারটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ফোনের ব্যাটারি।
স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি নির্ভর করে আপনার ব্যবহারের উপর৷ আপনি যদি ফোনটাকে খুবই হালকা ভাবে ব্যবহার করেন অর্থাৎ দৈনন্দিন ব্যস্ততার মাঝে যদি ফোনটাকে খুব একটা ব্যবহার না করা হয় তাহলে সেই ক্ষেত্রে বেশি ক্যাপাসিটির ব্যাটারি সমৃদ্ধ ফোন নেওয়াটা বোকামি। কারণ ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বৃদ্ধি পেলে ফোনের ডিজাইনের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।
আবার যদি আপনি আপনার ফোনটাকে একটু বেশি ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রেএকটু বেশি ব্যাটারি ক্যাপাসিটি সমৃদ্ধ ফোন ব্যবহার করাই ভালো৷
ও হ্যাঁ তার পাশাপাশি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার ফোনে সাথে একটি মানসম্পন্ন চার্জার দেওয়া হয়। বর্তমান সময়ে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পূর্ণ চার্জার বাজারে পাওয়া যায়৷ তবে এ ধরনের ফাস্ট চার্জিং টেকনোলজির সম্পূর্ণ চার্জার গুলো কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে৷ যেটি আপনার ফোনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে৷ সুতরাং সকল দিক বিবেচনা করে ফোন করা করা উচিত৷