আজকে বলতে চলেছি আসুসের ৩০ হাজার টাকা বাজেটের ল্যাপটপ। ল্যাপটপের মডেল। AsusX540LA।
ল্যাপটপের সম্পর্কে বলার আগেই বলে নেই এই ল্যাপটপটি কাদের জন্য? ল্যাপটপ টি ব্যবহার করা যাবে প্রতিদিনের দৈনন্দিক আজ অফিসের কাজ নেট ব্রাউজিং এবং মুভি দেখার জন্য। এছাড়া আপনারা এতে বিভিন্ন হালকা-পাতলা গেমিং করতে পারবেন।
তো চলুন জেনে নেয়া যাক ল্যাপটপ এর বর্ণনা।
প্রথমেই ল্যাপটপের প্রসেসর সম্পর্কে জানা যায়।ল্যাপটপের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই থ্রি। প্রসেসরটি একটি পঞ্চম জেনারেশন প্রসেসর। প্রসেসরটির বেস ক্লক স্পিড ২.২০ Ghz.প্রসেসর টিতে 2mb ক্যাশ মেমোরি রয়েছে। ল্যাপটপটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে ১৬০০ বাস স্পিডের 4gb ddr3 র্যাম।আপনি র্যাম আরো 4gb লাগিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ল্যাপটপটিতে স্টুডেন্ট হিসেবে দেওয়া হয়েছে এক টেরাবাইটের একটি হার্ডডিস্ক।
এবার কথা বলা যাক ল্যাপটপের ডিসপ্লে নিয়ে।
ল্যাপটপ দিয়ে ১৫.৬ ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন 1366×768।ল্যাপটপ এতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৪৪০০। এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কে আপনাকে অনেকটা গ্রাফিক্স কার্ডের কমতি পূরণ করে দেবে। ল্যাপটপটিতে অপটিক্যাল ড্রাইভার সুপার মাল্টি ডিভিডি রাইটার রয়েছে। ল্যাপটপটিতে থ্রি ইন ওয়ান কার্ড রিডার রয়েছে। ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ভিজিয়ে ওয়েব ক্যামেরা। ল্যাপটপটিতে built-in ব্লুটুথ এবং ওয়াইফাই রয়েছে। অডিও আউটপুট এর জন্য স্পিকার এবং বিল্ট-ইন মাইক্রোফোন আছে। এটিএস অনেক মাস্টার টেকনলজি সাপোর্ট করে। ল্যাপটপটিতে তিন সেলের একটি ব্যাটারি দেওয়া হয়েছে। এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ আপনি ৫ থেকে ৬ ঘন্টা পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ টেন।
আসুস থেকে অফিশিয়ালি ল্যাপটপ থেকে ২ বছরের ওয়ারেন্টি রয়েছে। বাংলাদেশের এক কোটির বাজার মূল্য ২৮ হাজার ৯০০ টাকা। আপনি যদি ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে কোন ল্যাপটপ খুঁজে থাকেন। তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য সেরা হবে।