স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপসের ব্যবহার ছাড়া স্মার্টফোন যেন স্মার্ট হয়ে ওঠে না। অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের জনপ্রিয় কয়েকটি অ্যাপস নিয়ে লিখেছেন মোখলেছুর রহমান
ডব্লিউপিএস অফিস
কম্পিউটারে বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলো সবার কাছেই পরিচিত। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ ডব্লিউপিএস অফিস অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া যে কোনো অফিস ফাইলকে পিডিএফ আকারে কনভার্ট করতে পারবেন। আপনার এই অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
গুগল কিপ
প্রতিদিন খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে নোট রাখতে হয়। আগে এ জন্য মানুষ ডায়েরি লিখত। হাতে যখন অ্যান্ড্রয়েড ফোন, তখন আর চিন্তা কী। প্লে-স্টোর থেকে চটজলদি নামিয়ে নিন গুগল কিপ অ্যাপটি। নোটের পাশাপাশি ছোটখাটো ফাইল এবং ছবিও পিন করে রাখা যায় অ্যাপটিতে।
গুগল ম্যাপস
পেপার ম্যাপ বহন করার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে গুগল ম্যাপস এবং সঙ্গে রয়েছে নেভিগেশন (বেটা) সুবিধা। ভয়েস গাইড, ড্রাইভিং ডিরেকশন, গুগল স্ট্রিট ভিউ সুবিধা, ৩ডি দালানের ভিউসহ অনেক অনেক ফিচার তো রয়েছেই। ভালো নেট স্পিড প্রয়োজন হতে পারে।
পকেট
আর্টিকেল পড়তে পড়তে অনেক সময় অন্য কোনো কাজ করার দরকার হতে পারে। অর্ধেক আর্টিকেল পড়ার পর বাকিটুকু পরে পড়লে কেমন হয়? হ্যাঁ, এই কাজটাই করে দেবে পকেট অ্যান্ড্রয়েড অ্যাপটি। ওয়েবসাইটের যে কোনো আর্টিকেল পরে পড়ার জন্য পকেট ব্যবহার করার পাশাপাশি এই আর্টিকেলগুলো মোবাইল, কম্পিউটার বা ট্যাবলেটেও যে কোনো সময় পাওয়া যাবে। এমনকি অফলাইনেও পড়া যাবে আর্টিকেলগুলো।
ফক্সিট পিডিএফ রিডার
পিডিএফ ফাইলগুলো পড়ার জন্য সবচেয়ে পছন্দের আর একটি অ্যাপ হলো ফক্সিট রিডার। পিডিএফ সুবিধামতো ফন্ট ও ভিউয়ার পড়ার পাশাপাশি এতে আছে পিডিএফ এডিটেরও সুবিধা। এর ব্যবহার অত্যন্ত ইউজার ফ্যান্ডলি। এটিও গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ব্যবহার করা যায়।
এভারনোট
হ্যান্ডনোট বুকের ব্যবহার অনেক দিন আগেই কালের আবর্তে হারিয়ে গেছে। সেখানে স্থান পেয়েছে এভারনোটের মতো চমৎকার ডিজিটাল নোটবুক অ্যাপস। এভারনোটের মাধ্যমে দৈনিক রুটিন, টু ডু লিস্ট, নোট রাখা, রিমাইন্ডারসহ অনেক অনেক সুবিধা পাওয়া যাবে। নিত্যদিন কাজে লাগার মতো অ্যাপস হলো এভারনোট।
ডুয়ালিঙ্গো
বিভিন্ন ভাষা শেখার জন্য একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ ডুয়ালিঙ্গো। ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশের মতো বহু ভাষার শব্দ শেখার একটা সুন্দর প্ল্যাটফর্ম এই অ্যাপটি। কুইজে অংশগ্রহণের মাধ্যমে একজন ব্যবহারকারী এখান থেকে শিখতে পারবেন। পাশাপাশি রয়েছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ব্যবস্থা। এমনকি আপনার কোনো ভাষা শেখায় অগ্রগতিও দেখাবে এই অ্যাপ। পাশাপাশি রয়েছে বন্ধুদের চ্যালেঞ্জ করার সুযোগ এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে আরও শানিয়ে নেওয়ার সুযোগ।
গুগল ড্রাইভ
প্রয়োজনীয় ফাইলগুলো যে কোনো সময় যে কোনো প্রান্তে প্রয়োজন হতে পারে। ক্লাউডের যুগে সকল ডকুমেন্টস ব্যাকআপ রাখতে গুগল ড্রাইভ অনেক কাজে দেবে। শুধু তাই নয়, প্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটার বা মোবাইলে যখন খুশি ডাউনলোড করা যাবে। মোবাইল থেকেই আপলোড করা যাবে প্রয়োজনীয় ফাইলটি।
ইনস্টাগ্রাম
ছবি এডিট করার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপসের অভাব নেই তবে তার মধ্য হতে ইনস্টাগ্রাম হতে পারে অন্যতম সেরা একটি এডিটর সফটওয়্যার। অনেক অনেক ফিল্টারের পাশাপাশি রয়েছে ছবি এডিট করে শেয়ার করার ফিচার। ১৫ মেগাবাইটের অ্যান্ড্রয়েড অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যায়।
ড্রপবক্স
গুগল ড্রাইভের মতোই ক্লাউড স্টোরেজ সার্ভিস দেয় ড্রপবক্স। ড্রপবক্স বিনামূল্যেই ব্যবহার করা যায়। এ অ্যাপের মাধ্যমে প্রয়েজনীয় ফাইলগুলোকে কেন্দ্রীয় স্থানে স্টোরেজ করে রাখতে পারেন। যে কোনো সময় যে কোনো স্থানে সংরক্ষিত ফাইলে ঢোকা যায়। বড় ফাইল পাঠানো সহজ, এমনকি যাদের ড্রপবক্স অ্যাকাউন্ট নেই তাদের কাছেও। ডক স্ক্যানার, ভাগ করা ফোল্ডার, অফলাইন অ্যাক্সেসসহ বেশ কিছু দারুণ ফিচার রয়েছে অ্যাপটিতে।