আমাদের মধ্যে অনেকেই শখ আছে আইফোন কেনার।কিন্তু নতুন আইফোন কেনার সামর্থ সবার থাকে নাহ।তাই অনেকে পুরাতুন আইফোন কেনে।কিন্তু পুরাতন আইফোন কেনার আগে আপনাকে অনেক দেখে শুনে কিনতে হবে নয়তো বা আপনি ঠকবেন।তো চলুন জেনে নেয়া যাক পুরাতন আইফোন কেনার আগে যে বিষয় গুলো খেয়াল রাখা দরকার।
১.প্রথমে ফোন হাতে নিয়ে বডি পার্টস গুলো ভাল ভাবে দেখতে হবে।বিশেষ করে ডিসপ্লে এর এডজ গূলো ভাল করে দেখতে হবে সেখানে গাম বা আঠা লেগে আছে কি নাহ।এগুলো লেগে থাকা মানে ফোন টী এর আগে খোলা হয়েছিল বা এর ডিসপ্লে এর আগে বদলানো হয়েছে।যডি এমন টা খেয়াল করেন তবে সেই মোবাইল টা না কেনআই ঠিক হবে।
২.আইফোন এর নিচের দিকের স্ক্রু গুলো ভাল ভাবে খেয়াল করতে হবে।কারণ যদি এর আগে ফোনটা খোলা হয়ে থাকে তবে স্ক্রু গুলো ফ্রেশ হবে নাহ।তাই ফোন কেনার আগে এই বিষয় মাথায় রাখতে হবে।
৩.এর পরে আপনাকে আইএমইআই নাম্বার ভেরিফিকেশন করে দেখতে হবে।এর জন্য আপনি ফোনের সেটিংস্ এ গিয়ে দেখতে পারেন অথবা *#০৬ ডায়াল করলে আইএমইয়াই নাম্বার পেয়ে যাবেন তার পর সেই নাম্বার কে মোবাইলের বক্সের আইএমআই নাম্বারের সাথে মিলিয়ে দেখতে হবে।যদি মিলে যায় তাহলেই শুধু ফোনটি নেয়া ঠিক হবে।
৪.ফোনটি হাতে নেয়ার পর ফোনের সব বাটস চেক করতে হবে।দেখতে হবে ভলিউম ,পাওয়ার বাটন ঠিক মতো কাজ করসে কি নাহ।আর যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে তাও দেখে নিতে হবে
৫.ফোনের ক্যামেরা দিয়ে ছবি এবং ভিডিও করে দেখতে হবে ঠিক মতো কাজ করছে নাকি।
এই নিয়ম গুলো অনুসরন করলে আশা করা যায় আপনি পুরাতন আইফোন দেখে কিনতে পারবেন।