আমরা আজকাল স্মার্টফোন ব্যবহার করার সময় লক্ষ করে থাকি হঠাৎ করেই ফোনের স্টোরেজ কমে গেছে । কোথায় গেল এই স্টোরেজ এর কোন জবাব নেই। এই সমস্যার ফলে ফোন বেশ স্লো হয়ে যায়। পছন্দের তালিকা থেকে অনেক কিছু ডিলিট করে যায়গা বের করতে হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের যা কিছু করণীয় চলুন তা নিয়ে আলোচনা করা যাক।
ফোনে ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার করাঃ ফোনের অস্থায়ী ফাইল হল ক্যাশ মেমোরি। একবার ব্যবহার হলের এটির আর কোন কাজে লাগেনা। তাই স্টোরেজ এ গিয়ে ক্যাশ ডাটা পরিষ্কার করতে হবে।
অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করাঃ ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ থাকলে সেটি আনইন্সটল করতে হবে তাহলে স্টোরেজ খালি হয়ে যাবে।
সেটিং থেকে স্টোরেজ ফাকা করাঃ স্টোরেজ ফূল হয়ে গেল হঠাৎ ই আমরা দেখি স্টোরেজ ফুল অপশন চলে আসে , তখনই ক্লিক করে ফ্রি আপ স্টোরেজ করতে হবে।
ব্রাউজ ক্লিন করাঃ আমরা অনেক কিছু ব্রাউজ করি যেমনঃ ইউটিউব ভিডিও দেখি, ব্রাউজারে নেট ব্যবহার করি সেগুলোর হিস্টোরি এবং রান ক্লিন করতে হবে।
হাইড ক্যাশ ক্লিন করাঃ ফোনে অনেক অপ্রয়োজনীয় ক্যাশ হাইড হয়ে থাকে সেগুলো আনহাইড করে ফোল্ডার সহ নিয়মিত ডিলিট করলে অনেক স্টোরেজ ফাকা হবে এবং ফোন অনেক ফাস্ট হবে।
আমরা এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললে ফোন ভাল থাকবে এবং ব্যবহার করে অনেক আনন্দ পাওয়া যাবে। তাই আমরা নিয়মিত এই কাজগুলো করব।