দৈনন্দিন জীবনে স্মার্টফোন নিয়ে আমাদেরকে মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয়। হয়তো দেখা যাচ্ছে ,কখনও কোনো কারণ ছাড়াই খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচারস কাজ করা বন্ধ করে দিয়েছে।
ঠিক সে সময় কি করবেন ?
আর সেজন্যই দৈনন্দিন জীবনে স্মার্টফোন নিয়ে নানাবিধ সমস্যার সমাধান নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আর্টিকেল , যেগুলি জানলে হয়তো পরবর্তীতে এ ধরনের সমস্যা থেকে মিলবে দ্রুত প্রতিকার।
ডে-লাইট অর্থাৎ সূর্যের আলোতে ফোনের ডিসপ্লে দেখতে সমস্যা হয়ঃ
এ সমস্যাটির সমাধান করার জন্য আপনাকে কিনতে হবে একটি এন্টি ব্লেয়ার স্ক্রীন প্রটেক্টর। জেটি ব্যবহার করলে মাত্রাতিরিক্ত সূর্যের আলোতেও ডিসপ্লে দেখতে বিন্দুমাত্র সমস্যা হবে না।
ফোনের ওয়াইফাই কানেক্ট হতে অনেক সময় নেয় অথবা স্মার্টফোনে ওয়াইফাই কানেক্ট হয় নাঃ
খুবই গুরুতর একটি সমস্যা। তবে এর সমাধান খুব সংক্ষিপ্ত ।
এজন্য আপনাকে আপনার এন্ড্রয়েড ফোন এ wi-fi > Settings > Menu > Advance এবং stay connected সিলেক্ট করতে হবে।
যদি রেঞ্জ এরিয়ার মধ্যে আপনার ফোনটি থাকে তাহলে খুব সহজেই আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড ফোনকে আরো গতিশীল করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? বর্তমান সময়ে এন্ড্রয়েড ফোনের গতি বৃদ্ধির জন্য থার্ড পার্টি third-party অ্যাপ ব্যবহার করে থাকেন অনেকেই। যা একদমই অনুচিত!
এক্ষেত্রে আপনি চাইলে আপনার স্মার্টফোন ব্র্যান্ড কর্তৃক অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করতে হবে। বর্তমান সময়ে অনেক ফোনে একটা ডিফল্ট সফটওয়্যার দেওয়া হচ্ছে, যেটির সাহায্যে ফোনকে আরো গতিশীল করা যেতে পারে। তবে গুগোল প্লে স্টোর থেকে কোন ধরনের থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করাটা বোকামি কাজ ।
আমার ফোনের ঘড়ির সময় ঠিক থাকে না এর প্রতিকার কি?
অনেক সময় আমাদের স্মার্টফোনের অটোমেটিক টাইম সিস্টেম অপশনটি চালু না। থাকার কারণে এমনটি হয়ে থাকে যদি আপনার নেটওয়ার্ক ক্লক স্লো হয়ে থাকে। তাহলে সেটিং অপশনে গিয়ে নিম্নোক্ত অপশন গুলো সিলেক্ট করে নিনঃ
Settings > Date & Time > Automatic
আমার ফোন চুরি হয়ে গেছে এক্ষেত্রে আমি কি করবোঃ
খুবই সাংঘাতিক একটি ব্যাপার। আপনি চাইলে একটি third-party অ্যাপ ইন্সটল করে রাখতে পারেন। যেটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোন ট্র্যাক করতে সক্ষম হবেন।
PhoneLocator Pro নামের এই অ্যাপ্লিকেশনটি জিপিএসের মাধ্যমে আপনার ফোন ট্র্যাক করতে সক্ষম ।